• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভগৎ সিংয়ের সহযোদ্ধা হয়ে বিপ্লবে অংশ নেওয়া বটুকেশ্বর দত্ত ব্রাত্য স্বাধীন ভারতে

Eidin by Eidin
January 26, 2024
in রকমারি খবর
ভগৎ সিংয়ের সহযোদ্ধা হয়ে বিপ্লবে অংশ নেওয়া বটুকেশ্বর দত্ত ব্রাত্য স্বাধীন ভারতে
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ জানুয়ারী : ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃত বিপ্লবী বটুকেশ্বর দত্ত।ভারতের মুক্তিযোদ্ধা ভগৎ সিং এর সহকারী বটুকেশ্বর দত্ত ১৯১০ সালের ১৮ নভেম্বর অধুনা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামে জন্মগ্রহন করেন।দেশের স্বাধীনতার জন্যে বিপ্লবী বটুকেশ্বর দত্তর আবদান কখনই ভুলতে চান না ওঁয়াড়ি গ্রামের বাসিন্দারা।তাই তাঁরাই ওঁয়াড়ি গ্রামে থাকা বিপ্লবীর পৈতৃক ভিটা ও বসত বাড়ি বহুকাল ধরে আগলে রাখেন । এমনকি ওঁয়াড়ি গ্রাম নিবাসী বিপ্লবীর গুনমুগ্ধরা মিলে ’বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ’ কমিটিও গঠন করেছেন।গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সেই কমিটির সদস্যরা সারাটা বছর বটুকেশ্বর দত্তের বন্দনায় মগ্ন থাকেন।
বিপ্লবী বটুকেশ্বর দত্তর বসতবাড়ি ও ভিটা এখন রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে।হয়েছে বিপ্লবীর বসত বাড়ি ও ভিটার সংস্কার কাজ। সেখানে বসানো হয়েছে বিপ্লবীর আবক্ষ মূর্তি।প্রতি বছর বিপ্লবীর জন্মদিবস থেকে শুরু করে দেশের সাধারণতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের দিনে ওঁয়াড়ি গ্রামের বাসিন্দার বটুকেশ্বর দত্তের জন্ম ভিটায় উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।একই ভাবে দেশের ৭৫ তম সাধারণতন্ত দিবসে বিপ্লবী বটেকেশ্বর দত্তকে শ্রদ্ধা জানানোর জন্য বৃহস্পতিবারই সমস্ত আয়োজন সেরে ফেলেন ’বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ’ কমিটির সদস্যরা ।
ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বিপ্লবী বটুকেশ্বর দত্তর নাম।বিপ্লবী ভগৎ সিং এর ভাবশিষ্য হিসাবেই পরিচিত বটুকেশ্বর দত্ত।তিনি এবং ভগৎ সিং মিলে ১৯২৮ সালের ১৭ ডিসেম্বর বোমা নিক্ষেপ করে অত্যাচারী ইংরেজ পুলিশ অফিসার স্যাণ্ডারসনকে লাহোরে হত্যা করেন। তার পর থেকে দুই বিপ্লবীকে ধরতে ইংরেজ পুলিশ শুরু করে চিরুনি তল্লাসি।গ্রেপ্তারি এড়াতে ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে ভগৎ সিংকে সঙ্গে নিয়ে ওঁয়াড়ি গ্রামে চলে আসেন বটুকেশ্বর দত্ত । সেই খবর পেয়ে ইংরেজ পুলিশ  ওঁয়াড়ি গ্রামে পৌছে বটুকেশ্বর দত্তের বাড়ি ঘিরে ফেলে।তখন ভগৎ সিংকে সঙ্গে নিয়ে বটুকেশ্বর দত্ত প্রতিবেশী নগেন্দ্রপ্রসাদ ঘোষের বাড়ির পাতাল ঘরে আত্মগোপন করেন। দুই বিপ্লবী ১৮ দিন ওই পাতাল ঘরে আত্মগোপন করে থাকেন ।পাতাল ঘরে বসেই তাঁরা পার্লামেন্টে বোমা নিক্ষেপের পরিকল্পনা সেরে ফেলেন ।এরপরে ফের ইংরেজ পুলিশের চোখে ধূলো দিয়েই অকুতোভয় এই দুই বিপ্লবী মহিলার ছদ্মবেশে ওঁয়াড়ি গ্রাম ছেড়ে বেরিয়ে যান।নগেন্দ্রপ্রসাদের উত্তরসূরি প্রণব ঘোষ প্রয়াত হয়েছেন।তাঁর স্ত্রী রেখা ঘোঘ জানান, তাঁর শ্বশুর বাড়ির পাতাল ঘরে দুই বিপ্লবীর আত্মগোপন করে থাকা অবস্থায় রোমহর্ষক পরিকল্পনা চুড়ান্ত করেন।এই কথা তাঁর ঠাকুমা শাশুড়ি পঙ্কজিনী ঘোষের মুখ থেকে শ্বশুর বাড়ির সবাই জানতে পারেন।তিনিও তাঁর স্বামীর কাছ থেকে সেটাই শুনেছেন বলে রেখাদেবী জানান।
দেশের স্বাধীনতার জন্যে বিপ্লবী বটুকেশ্বর দত্তর লড়াই আন্দোলন শুধু মাত্র কয়েকটি কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকে নি। ১৯২৯ সালের ৮ এপ্রিল ভগৎ সিংয়ের সাথে নয়াদিল্লীর কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা ফাটানোর জন্যেও তিনি বিখ্যাত হয়েছিলেন। বোমা নিক্ষের পর তিনি এবং ভগৎ সিং ’ইনকিলাব জিন্দাবাদ ’ স্লোগানে সংসদ ভবন মুখরিত করে তোলেন।দেশের স্বাধীনতার জন্য লড়াকু আন্দোলনে সামিল হওয়ার কঠিন মাসুল দিতে হয়েছিল ভগৎ সিং ও তাঁর সহযোদ্ধা বটুকেশ্বর দত্তকে।ফাঁসি কাঠে জীবনের ইতি ঘটে ভগৎ সিংয়ের।আর জীবনের দীর্ঘ সময় বটুকেশ্বর দত্তকে কাটাতে হয় কারাগারে।সেখানেও তাঁকে হজম করতে হয়েছিল ইংরেজ পুলিশের অমানুষিক নির্যাতন।
ভারত স্বাধীন হওয়ার পরে এহেন দেশ ভক্ত বিপ্লবী বটুকেশ্বর দত্ত কিন্তু যথাযোগ্য মর্যাদাটুকু পান নি। কোন সরকারী সাহায্য পাওয়া তো দূরের কথা রুটি রুজি জোগাড়ের জন্য বটুকেশ্বর দত্তকে কখনও সিগারেট এজেন্সির এজেন্ট হিসাবে কাজ করে আবার কখনও পাউরুটি বিক্রী করতে হয়েছে।একমাত্র কন্যা ভারতি এবং স্বামী বটুকেশ্বর দত্তর পাশে দাঁড়াতে স্ত্রী অঞ্জলিদেবী একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতায় যুক্ত হন। জীবন সায়াহ্নে পৌছেও অবহেলার শিকার হয়ে থাকেন বটুকেশ্বর দত্ত। ১৯৬৪ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসার জন্য সরকারী হাসপাতালে একটা বেড পাওয়ার সৌভাগ্যও তার হয় নি।শেষে ১৯৬৪ সালের ২২ নভেম্বর বটুকেশ্বর দত্ত দিল্লির সবরমাতি হাসপাতালে পৌছান । কিন্তু শারীরিক অবস্থার উন্নতি আর হয় না।সেই সময়ে ছেলের সহযোদ্ধা বটুকেশ্বর দত্তর পাশে দাঁড়িয়ে ছিলেন ভগৎ সিং এর মা বিদ্যাবতী দেবী । শোনা যায় ভগৎ সিং এর মারের কোলে মাথা রেখেই ১৯৬৫ সালের ২০ জুলাই বটুকেশ্বর দত্ত শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি
মধুসূদন চন্দ্র বলেন,“দেশ স্বাধীন হওয়ার পর
বটুকেশ্বর দত্ত যেমন মর্যাদা পাননি তেমনি বছরের পর বছর ধরে অনাদরেই পড়ে ছিল বিপ্লবীর বসত বাড়ি ও ভিটা।মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর বটুকেশ্বর দত্তর বসত বাড়ি , ভিটা ও তার লাগোয়া নগেন্দ্রনাথ ঘোষেদের সেই পাতাল ঘর ’হেরিটেজ’ স্থান হিসাবে ঘোষনা করা হয় । এরপর ২০১৩ সালে রাজ্যের পর্যটন দপ্তর বটুকেশ্বর দত্তর জন্মভিটা ও পৈতৃক বাড়ি এবং ওই পাতাল ঘর সংস্কারের উদ্যোগ গৃহীত হয় । বসত ভিটা সহ মাটির দেওয়াল ও টিনের চালার বাড়ির কাঠামো অক্ষুন্ন রেখে হয় সংস্কার কাজ। বটুকেশ্বর দত্ত এবং ভখৎ সিং এর আবক্ষ মূর্তিও সেখানে প্রতিষ্ঠা কর হয়েছে। এইসব কাজ সম্পন্ন হওয়ার পর বুকেশ্বর দত্তর কন্যা ভারতি বাগচী একদিন তাঁর বাবার জন্মভিটা ঘুরে দেখে গিয়েছেন। এর পর দেরিতে হলেও ভারতীয় রেল বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে বিপ্লবী বটুকেশ্বর দ্ত্তর নামে করেছে ।
পূর্ব বর্ধমান জেলাপরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম খণ্ডঘোষ ব্লকেরই বাসিন্দা । তিনি বলেন, ’এটা আমাদের সৌভাগ্যের যে বটুকেশ্বর দত্র মত একজন দেশবরেণ্য বিপ্লবী খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামে জন্মগ্রহন করেছিলেন । বিপ্লবী ভগৎ সিং এর সহয়োগী হিসাবে অতি অল্প বয়সেই বটুকেশ্বর দত্ত স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।এইসব মহান বিপ্লবীরা যখন দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তখন মানুষের মধ্যে কোন বিভেদ ছিল না। কে হিন্দু, কে মুসলমান,কে শিখ
কে ধনী , কে গরিব এইসব কোন বিচার্য বিষয় ছিল না । কেউ মহাত্মা গান্ধী,আবার কেউ নেতাজী ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন। নেতাজীর আজাদহীন্দ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন শেখ শাহনওয়াজ । এছাড়াও নেতাজীর সর্বক্ষণের সঙ্গী ছিলেন হবিবুর রহমান । এই দু’জনেই ছিলেন মুসলিম।কিন্তু দেশ স্বাধীন হওয়ার এত বছর বাদে এখন ধর্মই যেন ভারতীয় রাজনীতির অন্যতম বিচার্য্য বিষয় হয়ে উঠেছে’। এটাই দুর্ভাগ্যের ।’।

Previous Post

‘মোসম রিয়াদ কাপ’-এ খেলতে রিয়াদে আসছেন লিওনেল মেসি

Next Post

নিউটাউনে বহুতলের উপর থেকে নিচে পড়ে মৃত্যু হল বধূর, আত্মহত্যা নাকি খুন….

Next Post
নিউটাউনে বহুতলের উপর থেকে নিচে পড়ে মৃত্যু হল বধূর, আত্মহত্যা নাকি খুন….

নিউটাউনে বহুতলের উপর থেকে নিচে পড়ে মৃত্যু হল বধূর, আত্মহত্যা নাকি খুন….

No Result
View All Result

Recent Posts

  • এক বছরে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ভারতীয় খেলোয়াড় : শীর্ষস্থান ধরে রেখেছেন বিরাত কোহলি
  • প্রধানমন্ত্রী মোদীকে বেলুচিস্তানের সর্বোচ্চ সম্মান দেবে বেলুচ লিবারেশন আর্মি 
  •  কেন উপনিষদ্ (তৃতীয়ঃ খন্ড)  : ইন্দ্রিয় ও মনের ঊর্ধ্বে চূড়ান্ত শক্তি বিদ্যমান, যা সবকিছুকে শক্তি জোগায়
  • ফিলিস্তিনপ্রেমী সিপিএম-তৃণমূল- কংগ্রেস বাংলাদেশের দীপু দাসের নির্মম হত্যায় চুপ, সেকুলারিজমের নামে কতদিন চলবে এই “ভন্ডামি” ? 
  • ২৪ ঘন্টার মধ্যে ফের এক হিন্দু ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে আধমরা করে দিল ইসলামি উগ্রবাদীরা  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.