এইদিন ওয়েবডেস্ক, ভাতার(পূর্ব বর্ধমান),২৬ জানুয়ারি : শুক্রবার সাড়ম্বরে সাধারণতন্ত্র দিবস পালন করা হল পূর্ব বর্ধমান জেলার ভাতারের ‘ দ্য সানসাইন অ্যাকাডেমি ‘ ইংরেজিমাধ্যম স্কুলে। স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি এই স্কুলের চার কৃতিকে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয়, যে চারজন পড়ুয়া
‘ইউনিকাস অলিম্পিয়াডস’ মেধাপরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছে।
ভাতার বাজার ও আলিনগর গ্রামের মাঝামাঝি এলাকায় ভাতার কামারপাড়া সড়কপথের ধারেই রয়েছে ‘দ্য সানসাইন অ্যাকাডেমি ‘ নামে ইংরেজিমাধ্যম স্কুল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর মান অনুসরণকারী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি কয়েকবছরের মধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছে। নার্শারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। বর্তমানে পড়ুয়ার সংখ্যা দেড়শোর বেশি। ভাতারের মতন গ্রামীণ এলাকায় প্রথম গড়ে ওঠা আধুনিক মানের ইংরেজিমাধ্যম স্কুল হিসাবে বলা যায় দ্য সানসাইন অ্যাকাডেমিকে। এদিন এই স্কুলে সাড়ম্বরে পালন করা হয় ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। সকালে স্কুল চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। মনিষীদের প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে কুচকাওয়াজ হয়। এরপর পড়ুয়াদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যার অধিকাংশই ছিল দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য। উল্লেখ্য ২০২৩-২৪ বর্ষের ইউনিকাস অলিম্পিয়াডস মেধা পরীক্ষায় সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় দ্য সানসাইন অ্যাকাডেমি থেকেই সফলতা অর্জন করেছে এই স্কুলের চারজন পড়ুয়া। তার মধ্যে রয়েছে পঞ্চম শ্রেণীর সম্ভাবী চৌধুরী, চতুর্থ শ্রেণীর অরন্যা রায়, চতুর্থ শ্রেণীর অদ্রিতা মন্ডল এবং প্রথম শ্রেণীর পড়ুয়া আহিল মল্লিক। লক্ষাধিক পড়ুয়াদের মধ্যে মেধাপরীক্ষায় দ্য সানসাইন অ্যাকাডেমির ওই চার ছাত্রছাত্রী সফলতা অর্জন করেছে। এদিন স্কুলের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা দেওয়া হয় এবং পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানের ডিরেক্টর কৃষ্ণবিনোদ যশ বলেন ,”গ্রামীণ এলাকায় ইংরেজি ভাষা শিক্ষা এবং এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে ইংরেজিশিক্ষার আগ্রহ বাড়ানো আমাদের কাছে প্রথমদিকে ছিল চ্যালেঞ্জ। আমরা তাতে অনেকটাই সফল। আমাদের স্কুলের পড়ুয়ারা সর্বভারতীয় স্তরের ট্যালেন্ট টেষ্টে উল্লেখ্যযোগ্য ফল করেছে। এটা এলাকার গর্ব।” স্কুলের প্রিন্সিপাল হাসনাহারা খাতুন জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকরাও সামিল হন।।