এইদিন ওয়েবডেস্ক,ধারওয়াদ(কর্ণাটক),২৬ জানুয়ারী : ভগবান রাম ও রাম মন্দির নিয়ে অবমাননাকর ছবি পোস্ট করেছিল সাদ্দাম হুসেন(২০) নামে এক মুসলিম যুবক । ছবিটি ভাইরাল হতেই হিন্দুরা মসজিদে অল্প বিস্তার ভাঙচুর চালায় । ঘটনাটি ঘটেছে কর্নাটকের ধারওয়াদ জেলার তাদাকোডু গ্রামে । ক্ষিপ্ত হিন্দুরা ওই মুসলিম যুবকের বাড়িতে ভাঙচুরের চেষ্টা করেছিল কিন্তু পুলিশ চলে আসায় তার সম্ভব হয়নি । এই ঘটনা কে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । ধারওয়াদ জেলা পুলিশ সোশ্যাল মিডিয়ায় ওউ পোস্টের ভিত্তিতে পেশায় মেকানিক সাদ্দাম হুসেনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে ।
এসপি গোপাল বাকোড জানিয়েছেন, গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সাদ্দাম হোসেনকে তার মোবাইল ফোনে একটি অবমাননাকর ছবি পোস্ট করার জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাটি তদন্ত করা হচ্ছে। হঠাৎ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের যুবকদের একটি দল সাদ্দামের বাড়িতে ভাঙার চেষ্টা করে। কিন্তু সতর্ক পুলিশ ও গ্রামের কয়েকজন প্রবীণ তা আটকাতে সক্ষম হয় । পরে কয়েকজন যুবক ধর্মীয় ভবনের কিছু অংশ ভেঙে দেয় বলে জানান তিনি।
গত ২০ জানুয়ারী রাম মন্দিরের উদ্বোধন হয় । ওইদিন ভগবান শ্রী রাম এবং রাম মন্দির নিয়ে অবমাননাকর পোস্ট করেছিল সাদ্দাম হোসেন । বুধবার রাতে এই বিষয়টি প্রকাশ্যে আসে এবং সাম্প্রদায়িক দাঙ্গার দিকে বিষয়টা নিয়ে যায় । প্রথমে স্থানীয় হিন্দু যুবকের দল সাদ্দামের বাড়ি যায় । কিন্তু পুলিশ তাদের আটকে দেওয়ায় তারা সেখান থেকে ফিরে আসে । পরে গ্রামেরই একটি মসজিদের উপরে উঠে কয়েকটি গম্বুজ ভেঙে দেয় । পুলিশ জানিয়েছে যারা মসজিদটি ভেঙেছে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে এবং তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে কানাডা প্রভা ।