এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,২৬ জানুয়ারী : বিতর্কিত জ্ঞানভাপি মামলায় বুধবার (২৪ জানুয়ারি, ২০২৪) গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল বারাণসী আদালত । আদালত নির্দেশ দেয় যে ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ (এএসআই) দ্বারা পরিচালিত বৈজ্ঞানিক সমীক্ষা জনসমক্ষে নিয়ে আসতে হবে । মুসলিম পক্ষ আঞ্জুমান অ্যারেঞ্জমেন্টস’র পক্ষ থেকে প্রতিবেদনটি গোপন রাখতে এবং জনসাধারণের কাছে প্রকাশ না করার জন্য আবেদন করেছিল । কিন্তু তাদের সেই আবেদন ধোপে টেকেনি । আদালত বাদী-বিবাদী দু’পক্ষকের হাতেই ৮৩৯ পৃষ্ঠার এএসআই সমীক্ষার রিপোর্ট তুলে দিয়েছিল
আদালতের নির্দেশে অনুযায়ী বৃহস্পতিবার হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এএসআই সমীক্ষা রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসেন । তিনি বলেছেন, ‘রিপোর্ট অনুযায়ী জ্ঞানভাপি মসজিদের বেসমেন্টের ভিতরে হিন্দু মন্দিরের স্তম্ভ পাওয়া গেছে। বেশ কিছু হিন্দু মূর্তি, নাগ দেবতার চিহ্ন, ওম ও স্বস্তিক চিহ্ন পাওয়া গেছে ।’ তিনি বলেন,’এএসআই উপসংহারে পৌঁছেছে যে বিদ্যমান কাঠামো নির্মাণের আগে একটি বিশাল হিন্দু মন্দির ছিল ।’
আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈনের কথা অনুযায়ী সমীক্ষা রিপোর্টে এটা স্পষ্ট যে প্রাচীন কাশী বিশ্বনাথ মন্দির ভেঙেই জ্ঞানবাপী মসজিদের নির্মান করা হয় । মন্দিরের স্তম্ভগুলির উপরেই নির্মিত হয় মসজিদটি । ওই স্তম্ভগুলিতে হিন্দু মন্দিরের বহু প্রতীক রয়েছে । কোনো কোনো স্তম্ভে হিন্দু প্রতীক নষ্ট করে ফেলা হয়েছে ।’
প্রায় ১০০ দিন ধরে জ্ঞানভাপি কমপ্লেক্সে জরিপ করেছে এএসআই । জরিপ শেষে গত বছর এএসআই ১৮ ডিসেম্বর সিল করা খামে আদালতে জ্ঞানভাপি সমীক্ষার রিপোর্ট জমা দিয়েছিল । হিন্দু পক্ষ আদালতের কাছে প্রতিবেদনটি প্রকাশ্যে আনার দাবি জানায়। গত বুধবার তার শুনানি হয় বারাণসী জেলা আদালতে । আদালতের নির্দেশ দেন সমীক্ষা প্রতিবেদন সামনে আনার জন্য ।।