এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৫ জানুয়ারী : মুম্বাইয়ের মহম্মদ আলি রোড এলাকায় বেআইনিভাবে নির্মিত ৪০ টি দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন । বিএমসি কর্মকর্তারা জানিয়েছেন যে মোহাম্মদ আলি রোডে লোকজন তাদের দোকানগুলি রাস্তা পর্যন্ত বাড়িয়ে বসেছিল। সড়ক প্রশস্তকরণ ও দখল অপসারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে । এসব দোকানের মধ্যে নূরানী মিল্ক সেন্টার ও সুলেমান উসমান মিঠাইওয়ালার একটি দোকানসহ কয়েকটি দোকান ১৯৩০ সালে নির্মিত হয়েছিল।
এর আগে মুম্বাইয়ের মীরা রোডে রামভক্তদের উপর হামলার কড়া পদক্ষেপ নেয় প্রশাসন । গত মঙ্গলবার মীরা রোড, থানে এলাকার ১৫ টি অবৈধ ভবনের বিরুদ্ধে একই পদক্ষেপ নেয় মীরা ভাইন্দর মিউনিসিপ্যাল কর্পোরেশন । পাশাপাশি মুম্বাইয়ের হায়দারী চকেও মঙ্গলবার বুলডোজার চালিয়েছিল এমবিএমসি । এই এলাকায় গত ২১ জানুয়ারী সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ।
প্রসঙ্গত,মুম্বাইয়ের সড়কপথের দু’ধারে ফুটপাত দখল করে অগনিত দোকানপাট গজিয়ে উঠেছে । একনাথ সম্ভাজি শিন্ডে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই অবৈধ নির্মান হঠাতে ‘নিবিড় পরিচ্ছন্নতা’ অভিযান চালানোর কথা ঘোষণা করেন । মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা অনুযায়ী এই অভিযান চলছে বলে জানিয়েছেন দখলমুক্তকরণ বিভাগের একজন কর্মকর্তা । যদিও কংগ্রেস,এসপি, এনসিপি ও উদ্ধব ঠাকরের অভিযোগ যে এই পদক্ষেপ শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। তারা বুলডোজার সংস্কৃতিকে বিপজ্জনক ও অসাংবিধানিক বলছেন। সমাজবাদী পার্টির বিধায়ক ভিওয়ান্ডি রইস শেইক বলেছেন যে নির্বাচন আসছে বলেই এই সমস্ত কিছু শুধুমাত্র একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘটছে ৷।
ছবি : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের পোস্ট করা ভিডিও থেকে স্ক্রীন শট ।