এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৫ জানুয়ারী : সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়,আর তা থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ১৯ বছরের দুই তরুণী । কিন্তু তাদের পরিবার সম্পর্ক মেনে নেয়নি । শেষ পর্যন্ত বাড়ি থেকে পালিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করলেন তারা । বুধবার রাত এগারোটা নাগাদ বর-কনের সাজে মালদার মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালী মন্দিরে হাজির হন দু’জন । একজন বরের এবং অন্যজনকে বধুর পোশাকে দেখা যায় । তারপর তারা সিঁদুর দান ও মালা বদলের পর দেবীকে প্রণাম জানিয়ে মন্দির থেকে চলে যান । এদিকে দুই তরুনীর বিবাহের কথা চাওড় হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে দুই তরুনীর মধ্যে একজনের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায় । অন্যজন মালদা জেলার বামুনকোনা থানার নারাগোলা এলাকায় বাসিন্দা । দুই তরুণীরা জানিয়েছেন ফেসবুকে তাদের আলাপ হয় । গত দু’বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে । বাড়ির আরে তাদের সম্পর্কের কথা জানিয়েছিলেন । কিন্তু উভয়ের পরিবারই এই সম্পর্ককে মেনে নেয়নি । বাধ্য হয়ে তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন । দুই তরুণী জানিয়েছেন তারা সাবালিকা এবং তারা সমাজে বদনামের ভয় করেন না । বুধবার রাতে দুই তরুনীর এই বিয়ে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ করা যায় । ঘটনার সাক্ষী হিসেবে সেই সময় মন্দিরে উপস্থিত হয়েছিলেন বেশ কিছু মানুষ ।।