বই মেলা বেশ জমজমাট
হরেক রকম বইয়ে
ছড়া, কবিতা,গল্প, সাহিত্য
স্টল গেছে ছেয়ে!
উপন্যাস আছে নতুন
লিখেছেন গুনীজন
কলম ধরে আছেন তারা
আশাবাদী মন!
বিক্রি বাটা ভালোই হবে
কিনবে পাঠক কুল
বই মেলা ঘুরতে এসে
করবে না কেউ ভুল!
এমন স্বপ্ন দেখছেন মনে
নতুন লেখক ,কবি
হচ্ছে বিক্রি ছোটোদের জন্য
গল্প, আঁকা,ছবি!
ফেসবুকে পাঠক অনেক
তবুও,বইয়ের বিক্রি কই
ফেসবুকেই পড়া ভালো
ভাবছে সকলেই!
হতাশ নয় মোটেই কেউ
লেখক,কবি সকল
কিছু পাঠক এখনো আছেন
খোঁজেন বই কেবল!
যতোই পড়া হোক না কেন
ডিজিটাল যতো বই
হাতে নিয়ে পড়ার মজা
আনন্দ অনেকটাই!
যুগ বদলেছে অনেকটা
যতোই আধুনিক হোক
বইয়ের বিকল্প কিছু নেই
এই প্রজন্ম জানুক!
ঘোরাঘুরি হচ্ছে বইমেলায়
শীতের রোদ মেখে
কতো রকম খাবার দাবার
খাচ্ছে ফাঁকে ফাঁকে!
খাওয়া দাওয়া ঘোরাঘুরি
সঙ্গে কিছু বই কেনা
সব কিছু মিলে মিশে
ভালোই মেলাখানা।।