এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ জানুয়ারী : গত ২২ জানুয়ারী অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন করেছিল গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ । ওইদিন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকাতেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে । কিন্তু ফাঁকা মাঠের মাঝে আয়োজিত ওই পূজানুষ্ঠানের সময় প্রথমদিকে রাজগঞ্জ থানার পুলিশের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠছে । ঘটনার সময় রামভক্তরা উত্তেজনার মুহুর্তের ভিডিও নিজেদের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখেন । সেই ভিডিও আজ বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ভিডিওর সাথে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে হিন্দুরা জাগছেন ।’ তিনি আরও লিখেছেন,’বাঙালি হিন্দুরা আজ তাদের ধর্মের পক্ষে দাঁড়িয়ে,কেউ হিন্দু ধর্মকে অপমান করার চেষ্টা করলেই প্রতিবাদে সোচ্চার হচ্ছেন দেখে খুব ভালো লাগছে।’
ঘটনার বিবরণে শুভেন্দু অধিকারী লিখেছেন,’গত ২২ জানুয়ারি রাজগঞ্জ থানার কুকুরজান অঞ্চলের কান্তি পাড়ায় রামভক্তরা ভব্য রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে পুজোর ব্যবস্থা করেছিলেন। ভগবান রামচন্দ্র ও বজরঙ্গবলীর চিত্র সম্বলিত গেরুয়া ধ্বজ সেখানে লাগানো হয়েছিল। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ পঙ্কজ সরকার তার অধস্তন পুলিশ কর্মীদের সাথে সেখানে আসেন এবং ভগবান রাম, ভগবান হনুমানের ছবি সম্বলিত ধ্বজগুলি খুঁটি সমেত অবজ্ঞার সাথে উপড়ে ফেলে দেন। রামভক্তরা এই ঘটনায় চুপ করে থাকেন নি। তারা হিন্দুধর্মের এই অপমানের তীব্র প্রতিবাদ করেন। প্রতিবাদের তীব্রতা এতোটাই ছিল যে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে ভেবে অবশেষে ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন এবং সম্মানের সাথে গেরুয়া ধ্বজগুলি পুনঃস্থাপনা করার নির্দেশ দেন।’
পাশাপাশি তিনি লিখেছেন,’এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিনিয়তই পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও হিন্দুদের অপমানিত হতে হয়, বিশেষ করে ধর্মাচরণ করার সময়ে। এখন কিন্তু আর হিন্দুরা তাদের ধর্মের অপমান নিরবে মেনে নেবেন না। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, হিন্দুদের বৃহত্তর জাগরণের প্রমাণ। আমরা আর আমাদের ধর্মের প্রতি অপমান নিরবে সহ্য করব না। হিন্দু ধর্মের অপমান হলেই এখন থেকে তার তীব্র প্রতিবাদ হবে।’
ভিডিওতে দেখা গেছে একটি মাঠের বিভিন্ন স্থানে ধর্মীয় পতাকা লাগানো হয়েছে । বেশ কিছু লোকজন রয়েছে সেখানে৷ মাঠের মাঝে রয়েছে একটা সাদা রঙের চারচাকা গাড়ি । ওই গাড়ির কিছুটা দুরেই বক্স রাখা হয়েছে প্লাস্টিকের চেয়ারের উপর । পুলিশের গাড়ি থেকে জনৈক এক পুলিশকর্মী ওই বক্সের কাছে আসেন এবং পাশে পুঁতে রাখা ধর্মীয় পতাকা তুলে ফেলার চেষ্টা করছেন । সেই সময় হইহট্টগোল হলে ওই পুলিশকর্মী একজন উদ্বোক্তার দিকে তেড়ে যান । শুরু হয় ধস্তাধস্তি । এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠজুড়ে । উদ্বোক্তাদের সকলে জড়ো হয়ে যান ঘটনাস্থলে । ওই পুলিশকর্মীর সঙ্গে উদ্বোক্তাদের বাক্য বিনিময় হয় । পরে পুলিশ কর্মীরা নিজেরাই উপড়ে ফেলা ধর্মীয় পতাকা ফের যথাস্থানে লাগিয়ে দেয় । সেই সময় ওঠে ‘জয় শ্রীরাম’ শ্লোগান ।।