জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),২৪ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটি ও ওয়েষ্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় আজ বুধবার চাঁদরায় তলায় আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান বাসের মধ্যে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে মোট ৫১ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের মধ্যে ১৪ জন ছিলেন মহিলা ও ৩৩ জন এই প্রথমবার রক্তদান করেন। ইচ্ছে থাকলেও বিভিন্ন সমস্যার জন্য অনেকেই রক্তদান করতে পারেননি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শিপ্রা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মলয় চৌধুরী ও রবীন্দ্রনাথ ঘোষ, গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শিশির কুমার ঘোষ, পূর্ব বর্ধমান জেলা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর সহ সম্পাদক সৌগত গুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
অকাল বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে রক্তদাতারা এগিয়ে এসেছেন তারজন্য তাদের প্রত্যেককে এবং স্বেচ্ছাসেবক সহ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ব্লাড ব্যাংকের আগত কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিপ্রা দেবী বলেন,আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি গর্বিত। আশাকরি আগামীদিনেও আমরা সবাইকে পাশে পাব।
অন্যদিকে সৌগতবাবু বলেন,গুসকরার ভূমিপুত্র হিসাবে প্রত্যেক কাউন্সিলারের কাছে আমার আবেদন আপনারাও নিজ নিজ ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করুন। আমরা আপনাদের পাশে আছি ।।