এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,২৪ জানুয়ারী : বিতর্কিত জ্ঞানভাপি মামলায় আজ বুধবার (২৪ জানুয়ারি, ২০২৪) গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে বারাণসী আদালত । আদালত নির্দেশ দিয়েছে, ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ (এএসআই) দ্বারা পরিচালিত বৈজ্ঞানিক সমীক্ষা জনসমক্ষে আনতে হবে । মূলত মুসলিম পক্ষ এই প্রতিবেদন প্রকাশ না করার জন্য আদালতে আবেদন করেছিল।যদিও সেই আবেদন প্রত্যাখ্যান করে সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছেন জেলা বিচারক । জ্ঞানভাপি মামলায় হিন্দু পক্ষের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট হরি শঙ্কর জৈন বলেছেন,’এএসআই রিপোর্ট প্রকাশ করা উচিত নয় বলে অনেক আপত্তি উত্থাপিত হয়েছিল। আজ আদালত উভয় পক্ষের শুনানি করে উভয় পক্ষকে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রতিবেদনটি প্রকাশ করা হবে এবং রিপোর্টে কী আছে তা সবাই জানতে পারবেন ।’
প্রায় ১০০ দিন ধরে জ্ঞানভাপি কমপ্লেক্সে জরিপ করেছে এএসআই । জরিপ শেষে গত বছর এএসআই ১৮ ডিসেম্বর সিল করা খামে আদালতে জ্ঞানভাপি সমীক্ষার রিপোর্ট জমা দিয়েছিল । হিন্দু পক্ষ আদালতের কাছে প্রতিবেদনটি প্রকাশ্যে আনার দাবি জানায়। তবে মুসলিম পক্ষ এই প্রতিবেদন প্রকাশ না করার জন্য আদালতে আবেদন করেছিল আদালতে । আঞ্জুমান অ্যারেঞ্জমেন্টস’র পক্ষ থেকে প্রতিবেদনটি গোপন রাখতে এবং জনসাধারণের কাছে প্রকাশ না করার জন্য একটি আবেদন করা হয়েছিল ।
এই বিষয়ে আইনজীবী অনুপম দ্বিবেদী বলেছিলেন যে এটি সর্বসমক্ষের আড়ালে রাখা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সারমর্ম এবং তথ্যের অধিকারের পরিপন্থী। উল্লেখ্য, জ্ঞানভাপি কাঠামোর মধ্যে হিন্দু মন্দিরের অসংখ্য নিদর্শন মিলেছে বলে দাবি হিন্দুপক্ষের । এই কারনেই মুসলিম পক্ষ এএসআই সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আনার বিরোধিতা করছে বলে অভিযোগ তাদের ।।