এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ জানুয়ারী : সৃষ্টির পর থেকেই অস্তিত্ব সঙ্কটে ভুগছে রাহুল গাঁধিদের ‘ইন্ডি’ জোট । এবারে জোট ছাড়ার কথা খোলাখুলি ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ বুধবার বর্ধমান শহরের গোদায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে তিনি সাফ বলেন,’বাংলায় জোট নিয়ে আমার সঙ্গে কারোর কোনো কথা হয়নি । আমরা বাংলায় একা লড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছি ।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে বাংলায় কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই । ফলে জোট ভেস্তে গেলে আসন্ন লোকসভা নির্বাচনে এরাজ্য তৃণমূল-বিজেপি ও সিপিএম- কংগ্রেস জোটের ত্রিমুখি লড়াই হতে চলেছে ।
মমতা ব্যানার্জির জোটে অনাগ্রহের পিছনে আসন সমঝোতা নিয়ে বিবাদ বলেই মনে করা হচ্ছে । এদিন মমতা ব্যানার্জি আসন নিয়ে কংগ্রেসকে সতর্ক করে দিয়ে বলেন,’ওরা ৩০০ আসনে লড়ুন । বাকি আসনেগুলি আঞ্চলিক দলগুলি লড়াই করবে । এই ব্যাপারে তারা যেন হস্তক্ষেপ না করে ।’ এছাড়া লোকসভার ভোটের ফলাফলের পর সর্বভারতীয় ক্ষেত্রে জোটের বিষয়টি ঠিক হবে বলে জানান মুখ্যমন্ত্রী । এদিকে আজই পশ্চিমবঙ্গে আসছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধি । তার আগেই মমতা ব্যানার্জির জোট ছাড়ার ঘোষণা রাহুলের পক্ষে চরম ধাক্কা বলে মনে করা হচ্ছে ।।