এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,২৪ জানুয়ারী : নিজের ‘রোহিঙ্গা বাহিনী’কে দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) আধিকারিকদের উপর হামলা চালানোর পর থেকেই বেপাত্তা উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ । দীর্ঘ ১৯ দিন পরেও মেলেনি তার খোঁজ । এর মাঝেই একটা অডিও বার্তায় দলীয় কর্মীদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ভয় না পাওয়ার জন্য বার্তা দিয়েছিলেন শাহজাহান । তারপরেও রাখে খুঁজে বের করতে না পারায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার । অবশেষে রেশন দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়ায় গতি আনতে রাজ্য পুলিশের তোয়াক্কা না করেই আজ বুধবার সন্দেশখালি থানার সরবেড়িয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা । শতাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে গোটা এলাকা । ইডির ৭ জনের একটি দল শাহজাহানের বাড়িতে ঢুকে চালাচ্ছেন তল্লাশি অভিযান । অবশ্য ইডির ৭ আধিকারিক ছাড়াও রয়েছে দু’জন স্থানীয় সাক্ষী, তিনজন ইডির সাক্ষী, একজন তালা ভাঙার লোক এবং একজন ইডি ভিডিওগ্রাফার ।
গত ৫ জানুয়ারী রেশন দূর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার সরবেড়িয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের । আক্রান্ত হতে হয় ইডির নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদেরও । এমনকি সাংবাদিকদের উপরেও হামলা চালায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের দুষ্কৃতীবাহিনী । ইডি আধিকারিক, সিআরপিএফ জওয়ান এবং সাংবাদিকদের ব্যাপক মারধর করা হয় । ইডির তিন আধিকারিক গুরুতর আহত হন । এক সাংবাদিকের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হন । এই হামলা শাহজাহানের রোহিঙ্গা বাহিনী চালিয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।।