এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ মে : লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে নৌকায় ভাগীরথী নদী পারাপারের চেষ্টার অভিযোগে ১৫ জন যাত্রীকে আটক করল কাটোয়া থানার পুলিশ । শুক্রবার কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট থেকে ওই যাত্রীদের আটক করা হয় । আটক যাত্রীরা মিথ্যা তথ্য দিয়ে নদী পারাপারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ । তাই সংক্রমণে লাগাম টানতে ১৫ দিনের জন্য আংশিক লকডাউন ঘোষণা করেছিল রাজ্য সরকার । কিন্তু পরিস্থিতি দেখে লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে । লকডাউনের মধ্যে যানবাহন চলাচল ও দোকান খোলা ও বন্ধ করার উপর রয়েছে কড়া বিধিনিষেধ । এমনকি নদীপথে নৌকায় যাত্রী পারাপারের উপরেও কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে । শুধুমাত্র চিকিৎসার মত কিছু জরুরি পরিসেবার ক্ষেত্রে যাত্রীদের পারাপারে ছাড় দেওয়া হয়েছে ।
জানা গেছে,কাটোয়ায় ভাগীরথীর ফেরিঘাটগুলির মধ্যে ব্যস্ততম হল কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট । পূর্ব বর্ধমান ও নদীয়া জেলার মধ্যে সংযোগকারী হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই ফেরিঘাট দিয়ে যাতায়ত করেন । নদিয়া জেলার প্রচুর মানুষ চিকিৎসা পরিসেবার জন্য কাটোয়ায় আসেন । এদিকে লকডাউনের মধ্যে এই ঘাট দিয়ে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় সন্দেহ হয় পুলিশের । তার ফলে এদিন থেকে ওই নদীঘাটের উপর কড়া নজরদারি শুরু করে দেয় পুলিশ ।
জানা গেছে, পুলিশ প্রতি যাত্রীকে ধরে ধরে যাতায়তের কারন জিজ্ঞাসা করে । যাত্রীরা যথারীতি কারন হিসাবে চিকিৎসা পরিষেবার কথা উল্লেখ করে । কিন্তু উপযুক্ত তথ্য প্রমান দিতে না পারায় তাদের মধ্যে ১৫ জন যাত্রীকে আটক করে পুলিশ । অন্যদিকে নির্দিষ্ট সময়সীমার বাইরে দোকান খোলা রাখায় কাটোয়া শহরের কয়েকজন ব্যাবসায়ীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে ।।