এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৩ জানুয়ারী : নিজেকে ‘অত্যন্ত সেকুলার’ বললেন বিজেপি নেতা জয় ব্যানার্জি । রাম মন্দিরের উদ্বোধনের দিন নদীয়া জেলার ফতেপুরে জনসভা জনসভা করেন তিনি । মঞ্চে বক্তব্য রাখার সময় জয় ব্যানার্জি বলেন, ‘আমি হাজারিবাগে জন্মেছিলাম । একজন খ্রিস্টান চিকিৎসকের হাতে আমার জন্ম,শৈশবে আমায় মানুষ করেছেন একজন মুসলিম দাইমা এবং আমি নিজে হিন্দু । তাই আমি অত্যন্ত সেকুলার ।’
দীর্ঘ পাঁচ শতাব্দীর পর নতুন মন্দিরে প্রভু শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা হওয়ায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ভুয়সী প্রশংসা করে জয় বলেন,’আমার গুরু শ্রী নরেন্দ্র মোদী ১১ দিন ধরে উপবাস করেছিলেন । নিজেকে অত্যন্ত পবিত্র রেখে তবেই শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন । এটা ওনার পক্ষেই সম্ভব । তাই ওনাকে শত শত কোটি প্রণাম । উনি দীর্ঘায়ু হোন ।’ তিনি বলেন,’আমি গর্বের সাথে বলছি যে ভারত সেকুলার দেশ, আর এই দেশের মাটিতে শ্রীরামচন্দ্রকে আবার স্থাপন করা হল । এজন্য আমরা গর্বিত । এই দিনটার জন্য আমরা স্বপ্ন দেখতাম ।’
জয় ব্যানার্জি দেশপ্রেমী মুসলিমদের আশ্বস্ত করে বলেন, ‘সংখ্যালঘু ভাইদের বলছি যে কোন অসুবিধা নেই । যে সংখ্যালঘু ভাইয়েরা ভারতবর্ষকে মন থেকে ভালবাসবে তাদের কোনো রকম অসুবিধা হবে না । আমি একজন কেন্দ্রীয় নেতা হিসাবে আপনাদের এই কথা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি । যারা ভারতবর্ষকে নিজের মা ভাবেন তারা সুখে শান্তিতে এই রাম জমানায় থাকবে ।’ তবে তিনি রাষ্ট্রদ্রোহীদের সতর্ক করে দিয়ে বলেন,’কিন্তু যদি কেউ ভারতের পিছনে লাগে, ভারতকে পিছনে লেগে টেনে ধরতে চায়, তার ব্যবস্থা আমরা করে দেবো ।’
সোমবার ফতেপুরে জনসভায় জয় ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । প্রচুর সংখ্যক মানুষ এক সময় টলিউডের জনপ্রিয় এই অভিনেতা কে দেখতে ভিড় জমান । সবথেকে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । আসন্ন লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকারকে রেকর্ড ভোটে জেতানোর জন্য আহ্বান জানান বিজেপির বর্ষীয়ান নেতা জয় ব্যানার্জি ।।