এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ জানুয়ারী : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং জনৈক এক ইমামের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী । ওই ভিডিওতে ইমামকে সম্প্রীতির বার্তা দিতে শোনা যায় । পাশাপাশি তিনি নরেন্দ্র মোদীর ভুয়সী প্রশংসা করে অখন্ড ভারত গড়ার জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান জানান । অন্যদিকে সোমবার কলকাতায় “সংহতি যাত্রা”র শেষে সভাতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়,’এক বাত ইয়াদ রাখনা, বিজেপি কো মদত মত করো । আগার তুম লোগ বিজেপি কো কই মদত করোগে তো আল্লাহ কি কসম আপ লোগো কো কই মাফ নেহি করেগা । হাম তো মাফি নেহি করেঙ্গে । আজ এ মিছিল করনে কা হামারা এহি মেসেজ হ্যায় ।’
এর প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘গতকাল অযোধ্যায় রাম মন্দিরে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক দিনে দু’জন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির বক্তব্য পাশাপাশি তুলে ধরলাম।
প্রথম জন – ইমাম সংস্থার সর্বভারতীয় প্রধান জনাব ডঃ ইমাম উমর আহমেদ ইলিয়াসি সাহেব । ওনার মুখে অখণ্ড ভারত, সমগ্র দেশবাসীর মনের মধ্যে কোনো বিভেদ না রেখে রাষ্ট্র কে শক্তিশালী করার বার্তা।
দ্বিতীয় জন – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । “সংহতি যাত্রা”র নামে মুসলিম ভাই-বোনদের আল্লাহর কসম খেয়ে ধমকাচ্ছেন যে কেউ যদি বিজেপি কে মদত করে তবে উনি নাকি ক্ষমা করবেন না ! তা আমি মাননীয়া কে প্রশ্ন করতে চাই যে ওনাকে মুসলিম সমাজের অভিভাবকের স্বীকৃতি কে দিয়েছে? উনি কে ক্ষমা করার? উনি ক্ষমা না করলে মুসলিম ভাই-বোনদের কি এসে যায় ! উল্টে সেই দিন আর বেশি দূর নেই, যেদিন ওনাকে শুধু মুসলিম সমাজ নয় পশ্চিমবঙ্গের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে বিভাজন ও উস্কানিমূলক রাজনীতি করার জন্য।’
শুভেন্দু অধিকারীর আরো একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছে,’আচ্ছা সে, দিল সে সুন শুন লো,হাম দিল কা বাত কেহে রাহা হু । এ লড়াই শুরু হুয়া হ্যায়, এ লড়াই চলতে রহেঙ্গে । হাম লরেঙ্গে হাম ডরেঙ্গে নেহি । জো কাফের হ্যায়,জো কাপুরুষ হ্যায় ও ডরতে হ্যায়৷ ও মরতে হ্যায়৷ জোর লড়তে হ্যায় ও জিন্দা রেহতে হ্যায় । ও বাঁচতে হ্যায়,ও কাম কারতে হ্যায় ।’
প্রতিক্রিয়ায় বিধানসভার বিরোধী দলনেতা লিখেছেন,”কাফের” কথার অর্থ হল যারা আল্লাহর আয়াতকে স্বীকার করে না, আল্লাহর ঈমানকে যারা মানে না। মাননীয়া কাকে “কাফের” ও কাপুরুষ বলছেন? লড়াই এর কথা বলার সময় উল্লেখ করছেন যে কাফের ও কাপুরুষরা ভয় পায় তাই মরে। আচ্ছা, কাফেরদের বিরুদ্ধে লড়াই কেই তো জেহাদ বলে নাকি? তাহলে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জেহাদের ডাক দিলেন গতকাল, সংহতি যাত্রার নাম করে ?’