এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,২৩ জানুয়ারী : তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মধ্যবয়সী এক গৃহবধূ । তারপর থেকেই টানা অক্সিজেন চলছিল তার । কিন্তু বধুর ছিল বিড়ি পানের নেশা । রাতে খাওয়া দাওয়ার পর অক্সিজেনের মাস্ক খুলে বিড়িতে সুখ টান দিচ্ছিলেন তিনি । কিন্তু ঢাকা নেওয়া দাহ্য ব্ল্যাঙ্কেটে আগুন ধরে দাউ দাউ করে জ্বলতে শুরু করে । আশপাশের রোগীদের বিষয়টি নজরে পড়লে শুরু করেন । এদিকে চিৎকার শুনে কর্তব্যরত নার্স রা ছুটে এসে আগুন নেভায় । তার আগে অল্পবিস্তর দগ্ধ হন ওই বধু । ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ।
হাবড়া থানার হাটথুবা ঘোষপাড়া এলাকার বাসিন্দা অরুণা অধিকারী নামে ওই বধুর শ্বাসকষ্ট জনিত সমস্যা বেড়ে যাওয়ায় তাকে বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এই ঘটনায় নিজের ভুল প্রকাশ করেছেন এই রোগিনী ।
এদিকে হাসপাতালের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায় । কিভাবে ওই বধু সকলের নজর এড়িয়ে নিজের বেডে বসেই বিড়ি পান করছিলেন কানে প্রশ্ন তুলেছেন তারা । হাসপাতালে নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে গাফেলতির অভিযোগ উঠছে । ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন হাবড়া পুররসভার চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নারায়ণ সাহা ।।