এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ জানুয়ারী : বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে গত বছর ২৯ জানুয়ারী থেকে কলকাতার ধর্মতলায় অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি পালন করছেন চাকুরিজীবীরা ।কলকাতার ধর্মতলায় সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আয়োজিত ওই অনশন মঞ্চে আজ মঙ্গলবার উপস্থিত হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেগে বলেন,’ডিএ আন্দোলনকারীদের অনড় মানসিকতা দেখে আতঙ্কিত মমতা ব্যানার্জি । পোস্টাল ব্যালটে এদের ভোট পাবেন না দেখে এদের ওপর দমনপীড়ন নীতি নিয়েছেন তিনি ।’
শুভেন্দু বলেন,’২০১৬ সালের পর এরা সরকারের আসল স্বরূপ বুঝে গেছেন । তারা বুঝেছেন যে তাঁদের বঞ্চিত করে রাখা হয়েছে । আন্দোলনকারীরা আবাস যোজনা, শৌচালয়সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠ করা দেখেছেন । মিড-ডে মিলের টাকায় কম্বল বিতরণ হয়েছে । কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে । পিএসসি অফিসকেও বাদ দেওয়া হয়নি ।’ ডিএ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘অনশনকারীদের কিছু হলে বাংলায় আগুন জ্বলবে ।’ পাশাপাশি তিনি আন্দোলনকারীদের নবান্ন অভিযানের পরামর্শ দেন।
আজ মঙ্গলবার নেতাজি জয়ন্তীর দিনে প্রথমে নিজের নির্বাচনী ক্ষেত্র পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের রেয়াপাড়ায় নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন শুভেন্দু অধিকারী । এরপর তিনি কলকাতায় নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও পরাক্রম দিবস উদযাপন করেন । ডোরিনা ক্রসিং থেকে রেড রোডে নেতাজির মূর্তি পর্যন্ত পদযাত্রা পা মেলান তিনি । সেখান থেকে চলে যান ধর্মতলায় সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আয়োজিত অনশন মঞ্চে ।
প্রসঙ্গত,কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স-(ডিএ)-র হারে প্রচুর ফারাক রয়েছে। কেন্দ্র যেখানে সপ্তম পে’কমিশনের সুপারিশ মেনে মহার্ঘ ভাতা দেয়, সেখানেই রাজ্য সরকার দেয় ষষ্ঠ পে কমিশনের হারে ।রাজ্য সরকারের কর্মীদের দাবি, তাদের কেন্দ্রের হারেই ডিএ দিতে হবে ।।