এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,২৩ জানুয়ারী : ‘হনুমান’ ছবির অভূতপূর্ব সাফল্যের পর, রাম মন্দিরের উদ্বোধনের দিনে ‘জয় হনুমান’ ছবির সিক্যুয়েলের স্ক্রিপ্ট পুজো হয়েছে। পরিচালক প্রশান্ত ভার্মা সিক্যুয়ালে আগ্রহ দেখিয়েছেন এবং ছবিটির সিক্যুয়েল স্ক্রিপ্টের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন । প্রশান্ত ভার্মা পরিচালিত এবং তেজা সাজ অভিনীত তেলেগু ছবি ‘হনুমান’ গত ১২ জানুয়ারি মুক্তি পায় । ছবিতে ভারলক্ষ্মী শরথকুমার, কন্নড় অভিনেত্রী অমৃতা আইয়ার এবং বিনয় রাই প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ২০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্যের মুখ দেখেছে ।
‘হনুমান’ ছবির ভালো গ্রাফিক্স, গল্প এবং চিত্রনাট্য দর্শকদের মুগ্ধ করেছে । এছাড়া ফিল্ম টিম ঘোষণা করেছে যে বিক্রি হওয়া প্রতিটি টিকিটের জন্য পাঁচ টাকা করে রাম মন্দিরে দান করা হবে । ছবিটির মোট ৫৩.২৮ লাখ টিকিট বিক্রি হয়েছে । এর মাধ্যমে ফিল্ম টিম রামমন্দির নির্মাণের জন্য ২.৬৬ কোটি টাকা দান করেছে ।
ছবিটির সাফল্যের পর পরিচালক ‘জয় হনুমান’ ছবির কাজ শুরু করেন । প্রশান্ত ভার্মা সিনেমাটিক ইউনিভার্সের (পিভিসিইউ) অধীনে ছবিটি তৈরি হবে । সোমবার হায়দ্রাবাদের হনুমান মন্দিরে লিপি পূজা করা হয়। আগামী দিনে সিনেমাটির কাস্ট ও কারিগরি দিক সম্পর্কে তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক ।।