এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ জানুয়ারী : নিয়োগ দূর্নীতির তদন্তের মাঝেই বেআইনিভাবে স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে সরিয়ে দিল রাজ্য সরকার। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু অবিলম্বে সিরাজউদ্দিনকে সরানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন । তারপরেই ওই আধিকারিককে সরাতে উদ্বোগী হয় রাজ্য সরকার । যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেছেন যে হাইকোর্টের নির্দেশের আগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে ।
শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ প্যানেল কাজে লাগিয়ে স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । যদিও এখনো পর্যন্ত তাকে সরানোর জন্য বিকাশ ভবন থেকে চিঠি সেন্ট্রাল এসএসসির কাছে আসেনি বলে খবর ।।