এইদিন ওয়েবডেস্ক,২৩ জানুয়ারী : সদ্য হিন্দুদের বহু প্রতীক্ষিত অযোধ্যায় শ্রীরাম মন্দিরের উদ্বোধন হয়েছে । হিন্দুদের এখন লক্ষ্য মুঘল হানাদারদের দ্বারা দখল করে রাখা বারাণসীর কাশী বিশ্বনাথ ধামের জ্ঞানবাপী মসজিদ ও মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে নির্মিত শাহী ইদগাহ । কিন্তু অযোধ্যায় শ্রীরাম মন্দিরের মত জ্ঞানবাপী ও শাহী ইদগাহ মামলা হিন্দুদের পক্ষে গেলে এবারে আদালতের বিরুদ্ধাচারণ করবে বলে হুঁশিয়ারি দিল সামিউল্লাহ খান (Samiullah Khan) নামে এক জিহাদি । সে হুঁশিয়ারি দিয়েছে, ‘আদালতের অন্যায়ের বিরুদ্ধে অত্যন্ত জোরালো, ন্যায্য ও আইনি পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন করবে’ ।
নিজের ‘এক্স’ হ্যান্ডেলে(@_Samiullah Khan) এই হুমকি দিয়েছে সামিউল্লাহ । ঠিকানা দেওয়া হয়েছে মুম্বাইয়ের ভিওয়ান্ডি । নিজেকে ইসলামিক স্কলার, লেখক, সাংবাদিক, স্পিকার এবং মানবাধিকার কর্মী পরিচয় দেওয়া সামিউল্লাহ খান লিখেছে, ‘ভারতীয় বিচার বিভাগ যদি সাংবিধানিক মূল্যবোধ ও গ্যারান্টির নিজস্ব নিয়ম লঙ্ঘন করে আমাদের আরেকটি মসজিদকে সংখ্যাগরিষ্ঠ অহংকারীদের তুলে দেওয়ার চেষ্টা করে, তবে এবার আমরা বাবরি মসজিদ মামলার মতো এই অন্যায়কে মেনে নেব না, আমরা আদালতের তোয়াক্কা করিনা । যথেষ্ট হয়েছে, আমরা আদালতের অন্যায়ের বিরুদ্ধে অত্যন্ত জোরালো, ন্যায্য ও আইনি পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন করব।’
সামিউল্লাহ নামে ওই ব্যক্তি আরও লিখেছে, ‘যতদিন আমরা বেঁচে আছি, আমরা জ্ঞানবাপী মসজিদ ছাড়ব না বা মথুরার শাহী ইদগাহ বিজেপির হিন্দুত্ববাদীদের হাতে তুলে দেব না। আদালত যদি তার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে চায় এবং তার নাগরিকদের মধ্যে সম্মান অর্জন করতে চায়, তাহলে তাকে অবশ্যই আধিপত্যবাদী ফ্যাসিবাদ এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী অহংকারীদের কাছে নত হওয়া বন্ধ করতে হবে, নীতিগুলিকে সমুন্নত রাখতে হবে এবং ন্যায়বিচার প্রদান করতে হবে।’
উল্লেখ্য,বারাণসীর কাশী বিশ্বনাথ ধামের জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতাত্ত্ব বিভাগের(এএসআই) সমীক্ষার সময় মসজিদের অভ্যন্তরে হিন্দু মন্দিরের বহু নিদর্শন পাওয়া গেছে । ইতিমধ্যেই মুখবন্ধ খামে সমীক্ষার রিপোর্ট আদালতে জমা দিয়েছে এএসআই । পাশাপাশি মথুরার শাহী ইদগাহতেও সমীক্ষার নির্দেশ দিয়েছে আদালত । শাহী ইদগাহতেও রয়েছে হিন্দু মন্দিরের বহু নিদর্শন । ফলে ওই দুই মসজিদ মামলার রায় হিন্দুপক্ষের পক্ষে যেতে চলেছে বলে অনুমান করে সামিউল্লাহ খান আগাম হুঁশিয়ারি দিয়ে রাখল বলে মনে করা হচ্ছে ।।