এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৩ জানুয়ারী : সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন দেশের বিভিন্ন প্রান্তে পূজার্চনার আয়োজন করেছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ । আর পূজার্চনার সময় দেশের কোনো জায়গায় মুসলিমদের বিরোধিতার মুখে পড়তে হয়েছে রামভক্তদের । সোমবার রাতে মুম্বাইয়ের মিরা রোডে হিন্দু মিছিলে হামলার ঘটনা ঘটেছে বলে মিডিয়ার খবর । হামলার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা করেছে মুম্বাই পুলিশ । মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেছেন যে জড়িত অন্যদেরও চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে সিসিটিভি ফুটেজের বিশদ বিশ্লেষণ চলছে। মহারাষ্ট্র সরকার বলেছে যে এই কার্যকলাপগুলির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি নেওয়া হবে ।
অন্যদিকে কর্ণাটকের শিবমোগায় রাম মন্দিরের উদ্বোধন উদযাপনকারী হিন্দুদের মধ্যে একজন মহিলা প্রবেশ করে এবং ‘আল্লাহ-হু-আকবর’ স্লোগান তোলার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ও হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধেও মন্তব্য করে । যেকারণে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ।
সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের অভিষেক উদযাপনের জন্য কর্ণাটকের শিবমোগায় জড়ো হয়েছিল হিন্দু সংগঠনের কর্মীরা। শিবমোগ্গায় শিবপ্পা নায়ক চকে এই অনুষ্ঠান চলছিল। এখানে জড়ো হওয়া হিন্দুরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছিলেন । সেই সময় বোরখা পরা এক মহিলা এসে লোকজনের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। মহিলা আল্লাহ-হু-আকবর স্লোগান দেয় । বলা হচ্ছে যে ওই মহিলা একটি বাইকে চড়ে ও মাথায় হেলমেট পরে ওই জায়গায় আসে । তার সাথে একটি শিশু ছিল । হিন্দু ধর্মাবলম্বীদের অভিযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই ওই মহিলা সেখানে এসেছিল । এদিকে মহিলাকে বাঁচাতে যথারীতি তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে চালানোর চেষ্টা করে মহিলার পরিবার ।
যদিও অভিযুক্ত মুসলিম মহিলাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেনি বলে জানা গেছে । এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হিন্দুরা ৷।