এইদিন ওয়েবডেস্ক,হাভেরি(কর্ণাটক),২২ জানুয়ারী : অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের সময় দেশজুড়ে ভগবান শ্রীরামের পূজোর আয়োজন করেছিল । কর্ণাটকের হাভেরি জেলার হাভারির বাঙ্কাপুর বাসস্ট্যান্ডের কাছে শ্রীরামের ছবিতে পূজো করছিল ৫ হিন্দু ব্যক্তি । আর তাদের সেই অপরাধে গঙ্গাধর শেত্তর, সোমশেখর গৌরীমঠ, ইরান্না বালেগারা এবং মোহন মীরজাকর সহ ওই পাঁচজনকে গ্রেফতার করেছে হাভেরি জেলার বাঁকাপুর পুলিশ । গ্রেফতারির আগে হাভেরি এসপি অংশুকুমার জায়গাটি পরিদর্শন করেন এবং পরে শ্রী রামের প্রতিকৃতি নিয়ে নেয় এবং ৫ যুবককে গ্রেফতার করা হয় । এসপি জানিয়েছেন, বাঙ্কাপুর বাসস্ট্যান্ডের কাছে ওই জায়গাটি বিতর্কিত । ওই জায়গা ঘিরে বর্তমানে বাঁকাপুর ছাই চাপা আগুনের মতো । তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত,স্থানীয় হিন্দুরা বহু বছর ধরে বাঁকাপুর বাসস্ট্যান্ডের কাছে একটি জায়গায় গণেশ মূর্তি স্থাপন করে পূজো করে আসছে। কিন্তু মুসলিম সম্প্রদায় দাবি করে যে এই জমি তাদের । যেকারণে বাঁকাপুর বাসস্ট্যান্ডের পাশের জমিটি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে । ওই জমি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলছে ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে কানাডা প্রভা ।