স্মৃতির ছায়াপথে সেই সুদিনের মায়া
আঁকড়ে ধরে যেন দু-হাত বাড়িয়ে,
স্নেহের বাঁধন গুলো নিকানো উঠোন
ঝলমলে হয়ে ওঠে সময় পেরিয়ে।
অতীত স্মৃতি যেনো জলছবি আঁকে
ভেসে ওঠে আকুল হৃদয়- ক্যানভাসে,
বাতাসে মিলায় বুনো ফুলরেনু সম
অন্তর ভরে শিশির শিউলি সুবাসে।
ছুটে চলে মন, পিছু ফিরে তাকায়
কান পেতে শোনে সুদূরের আহ্বান,
খেয়াতরী চলে যেনো ঠিকানা বিহীন
সাগরই জানে নদীর কি যে পিছুটান!
চির চেনা সুরে কে যেনো বলে
রৌদ্র মাখিস কেন? আজও সারা গায়,
আদরের ডাকনাম খোঁজে সেই আশ্রয়
আয় খুকু আয়, আয় খুকু আয়।।