এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ জানুয়ারী : দীর্ঘ পাঁচ শতাব্দি পর নতুন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে ভগবান শ্রী রামচন্দ্রের । বহু প্রতীক্ষিত এই দিনটিকে ঘিরে দেশ বিদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে । দেশ-বিদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যেও রয়েছে চরম উন্মাদনা । পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে রাম মন্দির উদ্বোধনের সম্প্রচার দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে জায়ান্ট স্ক্রিনের । বিজেপি,আরএসএস, বজরং দল প্রভৃতি হিন্দুত্ববাদী সংগঠনগুলি উদ্যোগে ভাতার বাজারের মহাপ্রভু তলায় রাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে । হোম-যজ্ঞ-পূজার্চনার পাশাপাশি প্রায় ২,০০০ লোকের শ্রদ্ধা আলুর ভোগের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা বিপ্লব ঘোষ । ভাতার ব্লকের বিজেপির বর্ষীয়ান নেতা মহেন্দ্রনাথ কোঁয়ার উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করছেন ।
আরএসএস নেতা মানস হাজরা বলেন,’শুধু ভাতার বাজার নয়, ভাতার ব্লকের প্রতিটি গ্রামের মন্দির গুলিতে আজ বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে ৷ আয়োজন করা হয়েছে আধ্যাত্মিক অনুষ্ঠানের ।’ অযোধ্যার ভগবান শ্রীরামের মন্দির উদ্বোধন ঘিরে ভাতারের আপামর হিন্দু সম্প্রদায় মানুষদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে বলে জানিয়েছেন তিনি ।
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন, ‘অবশেষে আজ অন্তহীন আনন্দঘন মূহুর্তের সম্মুখীন আমরা। সত্য, সাহস, কর্তব্য, প্রেম, বীরত্ব, ভক্তি, মূল্যবোধ ও ন্যায়ের প্রতীক মর্যাদাপুরুষোত্তম শ্রী রামচন্দ্র পাঁচ শতক পরে নিজের স্বস্থানে ফিরছেন, নিজের জন্মভিটেয় নির্মিত ভব্য মন্দিরে প্রতিষ্ঠিত হচ্ছেন। শঙ্খ, মঙ্গল দ্বীপ, যজ্ঞ আর রাম ভজনে গোটা বিশ্ব আজ মুখরিত হবে। অযোধ্যা ধামে শ্রীরাম জন্মভূমিতে নতুন ভব্য মন্দিরে রামলালা’র প্রাণ প্রতিষ্ঠা হবে আজ। সর্বে ভবন্তু সুখিনঃ৷ সিয়ারামচন্দ্র কি জয় । লপবন পুত্র হনুমান কি জয় জয় শ্রী রাম ।’
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন,’ প্রতীক্ষার অবসান .. ৫০০ বছরের স্বপ্ন সার্থক হতে চলেছে ।’
বিজেপি নেতা দিলীপ ঘোষ রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে একটি মন্দিরে পূজো দেওয়ার পর তার সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন,’শ্রী রামের ঘরে ফেরার আনন্দে আজ সমগ্র দেশ জুড়ে প্রতিটি বাড়িতে, মন্দিরে পূজা হবে। আজ সকালটা শুরু হল খড়গপুরের বালাজি মন্দিরে ২৭ কেজি ঘি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। শ্রী বিষ্ণুর আশীর্বাদও গ্রহণ করা হল। আমরা অত্যন্ত ভাগ্যবান যে শ্রী রামের ঘরে ফেরা আমরা চাক্ষুষ করতে পারছি ।’।