একটা শব্দ ‘হ্যাঁ’ শুধু একটা শব্দ
যা কটা বর্ণ আর মাত্রার সমষ্টি মাত্র
ভাবতে অবাক লাগে
কি প্রতিধ্বনি প্রতিফলন তার প্রতি অঙ্গে অঙ্গে
কখনো বা বুকের মাঝে শক্ত পাথরের দেওয়াল
ভেঙেচুরে ছারখার করে চলে যায়,
কখনো তা চোখের পাতা, মনের কোনে বৃষ্টি ঝরায়
শুধু একটা শব্দই তো, আর তো কিছু না
কখনো তা আবেগ উচ্ছ্বাসে মন ভরায়
সব বেদনার সমাপ্তি যেখানে
কখনো বা ওই একটি শব্দে জন্য
এক মা মৃত্যুকেও জয় করে
কখনো তা আনন্দ স্রোত বয়ে নিয়ে আসে
সমাজের বুকে, একমাত্র শব্দই পারে ,
সত্যি ভাবতে অবাক লাগে, এক এক শব্দের কি অসীম ক্ষমতা,
আবার শব্দ গুলোকে ফুঁপিয়ে ফুঁপিয়ে
কাঁদতে দেখেছি, আছাড় খেতে দেখেছি
যখন তাদের নিয়মের নামে অনিয়মের
মালায় বরণ করাহয়, তাই শব্দের গুরুত্ব আছে ,
সে আকাশ বাতাস কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে,
সে অভুক্ত মায়ের মুখে হাসি ফোটাতে পারে,
এক এক বর্ণ, এক এক মাত্রার মালায়
গাঁথা শব্দের প্রতিধ্বনী, প্রতিফলন আছে গো আছে….।।