এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জানুয়ারী : আগামী ২২ জানুয়ারী,সোমবার বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে ঐতিহাসিক একটা দিন । কারন ওইদিন উত্তরপ্রদেশের অযোদ্ধায় নবনির্মিত রামমন্দিরে ভগবান শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠা হবে । ইতিমধ্যেই লক্ষ লক্ষ পূণ্যার্থী পৌঁছে গেছেন অযোধ্যায় । যারা অযোধ্যায় যেতে পারছেন না, তারা নিজের নিজের এলাকায় শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের ব্যবস্থা করেছেন । পাশাপাশি আয়োজন করা হয়েছে ভগবান শ্রীরামের বিশেষ পূজানুষ্ঠানের । তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জির নির্বাচন ক্ষেত্র ডায়মন্ডহারবারের বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলিও শ্রীরাম পূজোর আয়োজন করেছিলেন । কিন্তু সেই পূজো আটকাতে ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর,মহেশতলা থানাগুলির পুলিশ উদ্যোক্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা রজু করেছে বলে অভিযোগ তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
নিজের ‘এক্স’ হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন,’পুরোদমে চলছে ডায়মন্ড হারবার মডেল । ঐতিহাসিক প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার থানাগুলি রামভক্তদের লক্ষ্যবস্তু করছে । শ্রী রাম পূজার আয়োজকদের ভয় দেখানোর জন্য এবং আগামীকাল পূজা করতে বাধা দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া এফআইআর দায়ের করা হচ্ছে।’
এরপর তিনি লিখেছেন,’বিষ্ণুপুর থানার দায়ের করা এফআইআরের ধারাগুলি দেখুন: –
ধারা আইপিসি ১৪৩ – একটি “বেআইনি সমাবেশ” এর সদস্য হওয়ার জন্য শাস্তি। ধারা আইপিসি ১৮৮ – একজন সরকারী কর্মচারী দ্বারা যথাযথভাবে জারি করা আদেশের অবাধ্যতা; মানুষের জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তার জন্য বিপদ ঘটায় বা ঘটাতে প্রবণতা সৃষ্টি করে, অথবা একটি “দাঙ্গা” বা দ্বন্দ্বকে প্ররোচিত করে…।
ধারা আইপিসি ১৫৩ এ – “ধর্মের ভিত্তিতে” বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা…
এছাড়াও বিষ্ণুপুর এবং মহেশতলা থানাগুলি দ্বারা বিদ্বেষপূর্ণ এবং মনগড়া রিপোর্ট তৈরি করা হচ্ছে যা ২২ শে জানুয়ারী, ২০২৪ তারিখে আয়োজকদের আদালতে হাজিরা প্রয়োজন, কারণ এই আশঙ্কা রয়েছে যে, “তারা শান্তি ভঙ্গ করতে পারে বা বিঘ্নিত করতে পারে জনসাধারণের শান্তি”,কারণ তারা শ্রী রাম পূজার আয়োজন করছে।’
শুভেন্দু অধিকারী লিখেছেন,’মমতা পুলিশ তাদের দ্বারা প্রাপ্ত আবেদনগুলির অপব্যবহার করছে, যেখানে আয়োজকদের নাম এবং অন্যান্য বিবরণ রয়েছে,২২ শে জানুয়ারী, ২০২৪ তারিখে শ্রী রাম পূজা করার অনুমতি চাওয়া হয়েছে। তারপর তারা মিথ্যা অভিযোগ দায়ের এবং দূষিত প্রতিবেদন তৈরির জন্য বিবরণ ব্যবহার করছে ।সমগ্র বিশ্বের “বাঙালি হিন্দুদের একমাত্র স্বদেশ”-এ এটি ঘটছে ।’
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার আলিপুরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কোর্ট দ্বারা ১৮ জানুয়ারী জারি করা দুটি নোটিস এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার একটি এফআইআরের কপি সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী । ওই এফআইআর অনুযায়ী ১০ জনের বিরুদ্ধে ১৪৩,১৮৮,১৫৩ এ, ২৮৩,৪৩১ প্রভৃতি ধারায় মামলা রজু করা হয়েছে । পাশাপাশি আদালতের নোটিশগুলির মধ্যে ১২৭/১২ মেমো নম্বরের নোটিশটিতে বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা ১০ জনকে ২২ জানুয়ারী আদালতে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । ১৩৬/০৯ মেমো নম্বরের নোটিশে মহেশতলা থানা এলাকার বাসিন্দা ৮ জনকে একই নির্দেশ দেওয়া হয়েছে । উল্লেখ্য,২২ জানুয়ারী, সোমবার হতে চলে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন ।।