এইদিন ওয়েবডেস্ক,দামেস্ক,২১ জানুয়ারী : সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলার পর ইরানের বিপ্লবী গার্ড কর্পসের চার সদস্য নিহত হয়েছেন । ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি ইরনা শনিবার জানিয়েছে যে মৃত ব্যক্তিদের নাম হোজাতুল্লাহ ওমিধর, আলী আগাজাদেহ, হোসেইন মোহাম্মদী এবং সাঈদ করিমি। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় আরও একজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে যে ইসরায়েলি যোদ্ধাদের বিমান হামলায় এই মানুষগুলো নিহত হয়েছে।
সাদা এবং সিমা বার্তা সংস্থা আরও জানিয়েছে যে যে বিল্ডিংটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল সেটি সিরিয়ার আইআরজিসি উপদেষ্টাদের বাসস্থান ছিল। উল্লেখ্য, ২৫ দিন আগে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড কর্পসের একজন সিনিয়র কমান্ডার নিহত হন।
এদিকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, এই হামলা সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বারবার লঙ্ঘন। শনিবার তিনি এই আক্রমণগুলিকে “উস্কানিমূলক” বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন,’ইজরায়েলের আগ্রাসী, সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতি সুস্পষ্ট প্রতিক্রিয়া জানানো এবং সিদ্ধান্তমূলকভাবে এর নিন্দা করা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ সরকার, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলির জন্য এটাই উপযুক্ত সময় ।
তার মতে, সিরিয়ার সরকারী আমন্ত্রণে সে দেশে উপস্থিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সদস্যরা সিরিয়ার সরকার, সেনাবাহিনী এবং জাতিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গত কয়েক বছর ধরে এ দেশে স্থিতিশীলতা ও স্থায়ী নিরাপত্তা রয়েছে।।