এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,২০ জানুয়ারী : রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান দেখতে দেবেনা বলে ওইদিন বিদ্যুৎ লাইনের মেরামতির নামে রাজ্য সরকার ৪ ঘন্টা বিদ্যুৎ অফ রাখবে বলে অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দুর অভিযোগ,’এ রাজ্যের হিন্দুদের রাম জন্মভূমি মন্দির উদ্বোধনের অনুষ্ঠান দেখতে না দেওয়ার জন্য রাজ্য সরকার কতগুলি পদক্ষেপ নিয়েছে । প্রথমত,বিদ্যুৎ লাইনের মেরামতির কথা বলে ওইদিন চার ঘণ্টা বিদ্যুৎ অফ রাখা হবে৷ দ্বিতীয়ত, দুয়ারের সমাধান বা পাড়ার সমাধানের নামে ওইদিন সমস্ত বুথে বিডি অফিস থেকে অফিসাররা যাবে বলেছে । তৃতীয়ত, মহেশতলা এলাকায় সনাতনী ও বিজেপি ছেলেদের বিরুদ্ধে ১০৮ সেকশন প্রয়োগ করে দশটা বা এগারোটায় আদালতে হাজির থাকার কথা বলা হয়েছে । রাম জন্মভূমি উদ্বোধনী অনুষ্ঠান মোবাইল ফোনেও পর্যন্ত দেখতে দেবে না । তাহলে সেই সময় তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে । ভাইপোর কান্ডটা দেখুন ।’
তিনি বলেন,’পাকিস্তানের এক পারসেন্ট হিন্দু আছে, কিন্তু আমার মনে হয় পাকিস্তানের হিন্দুরা এখানকার মতো এতো অত্যাচারের জর্জরিত নয় । এসপি রাহুল, ডিএসপি মিঠুন,আইসির কারবারগুলো দেখুন । এরা কত নিচে নেমেছে দেখুন । এদের শরীরে কি হিন্দুদের রক্ত আছে? আমার সন্দেহ হয় । এটা কোন মুসলিম করছে না, অন্য কেউ করছে না, করছে চোর মমতার চোর পুলিশ আর চোর ভাইপো । আমরা কোন দেশে আছি ?’
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অগ্নীশ্বর নস্করকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । আজ শনিবার সন্ধ্যায় দলীয় নেতার বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী । পরে অগ্নীশ্বর নস্করের বাড়ির বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিষেক ব্যানার্জিকে নিশানা করেববলেন,’ডায়মন্ড হারবারে ৪০০ বুথে রিগিং করে একতরফা ভোট করে জিতেছে । একুশের নির্বাচনে ডায়মন্ডহারবার,ফলতা, বিষ্ণুপুর সহ চার থেকে পাঁচটি আসনে গণনা কেন্দ্রে কারচুপি করে গায়ের জোরে জিতে নিয়েছেন । বেলা বারোটার মধ্যে গণনা কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে । সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে গণনা কেন্দ্রে পর্যন্ত ভোট লুট হয়েছে । তিনি এই কেন্দ্র থেকে হারবেন, জিততে পারবেন না, হয়তো ভাবছে বিজেপি ও আইএসএফের লড়াইয়ের মুখে পড়তে হবে ।’
শুভেন্দু বলেন,’সংখ্যালঘুরা দলে দলে আইএসএফ ও সিপিএমের দিকে যাচ্ছে৷ বিজেপির কার্যক্রমে মহিলা ও যুবকদের অংশগ্রহণ ব্যাপক হারে বাড়ছে । সব মিলিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আবার পিছনের দরজা দিয়ে, মিথ্যা মামলা করে, পুলিশকে দিয়ে দখল করার পরিকল্পনার প্রথম উদাহরণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, গত বিধানসভা কেন্দ্রে নির্বাচনে এই কেন্দ্রের আমাদের প্রার্থী অত্যন্ত লড়াকু যুবনেতা, তফসিলি আন্দোলনের নেতা, পিছিয়ে পড়া শ্রেণী থেকে উঠে আসার তরুন নেতা, অগ্নিশ্বর নস্করকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে ।’
তিনি বলেন,’এই মামলার প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে চোর মমতার আপনজন হর্ষবর্ধন নেওটিয়া, একটা ফ্রড ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিজনেসম্যান, তার কাজই হল সিপিএমের সময় সিপিএম, তৃণমূলের সময় তৃণমূল করা । সরকারের সাহায্য নিয়ে লাটাগুড়ির জঙ্গল থেকে বিষ্ণুপুর সাতগেছিয়ার জমি দখল করা ওর কাজ । অগ্নিশ্বর নস্করের একটা মূল্যবান জমি হর্ষবর্ধন নেওটিয়া নেওয়ার বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই করেছেন । তিনি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে তাকে আইনগতভাবে দমানো যাচ্ছিল না । জমি দখল করা যাচ্ছিল না। তাই হর্ষবর্ধন নেওটিয়াকে দিয়ে অভিযোগ করিয়ে ডায়মন্ড হারবারের এসপি, ডিএসপি এবং বিষ্ণুপুরের আইসি এবং ভাইপোর জোগসাজসে পরিকল্পিতভাবে অগ্নিশ্বর নস্করকে গ্রেফতার করেছে । গ্রেফতার করে ১৪ দিনের পুলিশে হেফাজত একসঙ্গে দিয়েছে আলিপুর কোর্ট । ভূভারতে কোথাও হয় না । ওনাকে হেফাজতে নেওয়ার পর মহেশতলার থানায় রাখা হয়েছে । এই বিষয়ে আমাদের আইনজীবীর সঙ্গে কথা হয়েছে । আমরা ছাড়বো না ।’
শুভেন্দু অধিকারীর অভিযোগ,’পুলিশ দিয়ে ডায়মন্ড হারবার দখল করার পরিকল্পনা এখন থেকে শুরু হয়েছে । গত পঞ্চায়েত নির্বাচনে গণনা পর্যন্ত আমাদের ৪৯ জন নেতাকে হাইকোর্ট সুরক্ষা দিয়েছিল । ২০১৯ সালের লোকসভা ভোটের ঠিক ৪৮ ঘন্টা আগে ১৪ জন মন্ডল সভাপতিকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করে বাঁকুড়া, পুরুলিয়ায় রেখে ভোটের দিন বিজেপির মেশিনারি ফেল করিয়ে দেয়া হয়েছিল । এবারও ভোট ঘোষণার আগে থেকে এই কাজ শুরু করেছে তোলাবাজ ভাইপো আর তার পুলিশ ৷’
তিনি বলেন,’আমরা এটা রুখব,ও কি কি করতে পারে আমরা জানি, আর ওর পুলিশ কি কি করতে পারে অন্তত আমি জানি । তাই কি করে জোকের মুখে দেশি লবণ দিতে হয়, কি করে বিষাক্ত প্রার্থেনিয়ামকে উপড়ে ফেলতে হয়, কোন ফিনাইল আর ব্লিচিং দিলে শ্যাওলা তাড়াতাড়ি উঠে যায়, এটা আমি জানি । কারণ এই মমতা পুলিশ আর চোর ভাইপোর যিনি মালিক,সেই চোর মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি । আজকে অগ্নিশ্বরের মায়ের চোখের জলে পিসি ভাইপো ধ্বংস হবে । আপনারা শুধু দেখতে থাকুন ।’
তিনি বলেন,’বাড়ি খুব শক্ত আছে, চাঙ্গা আছে। । বাকিটা আমরা বুঝে নেব । তার স্ত্রীকে নিয়ে আমরা উচ্চ আদালতে হাজির হব । পুলিশ হেফাজতের জামিনের জন্য নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা ফাইট করব । সিনিয়র ল’ইয়ারদের দেবো,সম্পূর্ণ দায়িত্ব দল নেবে এবং অগ্নিশ্বর নস্কর ও তার পরিবার প্রতি বিরোধী দলনেতা হিসেবে আমার যা কর্তব্য আমি পালন করব ।’
পাশাপাশি তিনি জানান সে দলীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে শান্তিপুর থানায় বিজেপির পক্ষ থেকে রবিবার বিক্ষোভ প্রদর্শন করা হবে । পাশাপাশি ২২ তারিখের পর অন্য একটা দিনে পুলিশ সুপার অফিস অভিযানের কথা জানালেন শুভেন্দু অধিকারী ।।