এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,২০ জানুয়ারী : চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে অন্তত ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে । শুক্রবার রাত ১১ টা নাগাদ হুনান প্রদেশের ইয়ানশানপু গ্রামের ইয়াংকাই স্কুলে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
জানা গেছে,হেনান প্রদেশের ফাংচেং কাউন্টির দুশু শহরে অবস্থিত ‘ইংকাই স্কুল’ নামে ওই বেসরকারি স্কুলটির এলাকায় সুপরিচিত । চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম চীনা সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের পর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । প্রতিবেদনে জানানো হয়েছে, দমকলের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ডরমেটরির এক কর্মীকে । অগ্নিকাণ্ডের জেরে আজ শনিবার স্কুল খোলেনি।
অগ্নিকাণ্ডের সময় স্কুলের সব ছাত্রই বোর্ডার ছিল কিনা, বা ছাত্রাবাসটি কত বড় ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি । উল্লেখ্য,চীনের বিভিন্ন অঞ্চলে প্রায় স্কুল ডরমেটরি, হাসপাতাল প্রভূতি স্থাপনায় অগ্নিকাণ্ডের খবর মেলে। এসব দুর্ঘটনার জন্য নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকেই দায়ী করা হয়।।