এইদিন ওয়েবডেস্ক,গয়া,২০ জানুয়ারী : রাম মন্দিরের বিরোধিতা করে বক্তব্য রাখার সময় মঞ্চ ভেঙে উলটে পড়লেন বিহারের প্রাক্তন জেডিইউ সাংসদ আলি আনোয়ার আনসারি । আজ শনিবার মঞ্চ ভেঙে পড়ার ভিডিওটি এক্স হ্যান্ডেলে শেয়ার করে সুদর্শন নিউজের এডিটর এন্ড চিফ ডঃ সুরেশ চাভাঁকে লিখেছেন,’রামলালার জীবনের পবিত্রতা নিয়ে প্রশ্ন উঠতেই মঞ্চ ভেঙে পড়ে… জখম হয়েছেন প্রাক্তন জেডিইউ সাংসদ আনোয়ার আনসারি সহ অনেকে ।’
সংবাদমাধ্যম ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বিহারের গয়া জেলার আটারি ব্লকের দিহুরি গ্রামে মুসলিম সম্প্রদায়ের একটি সভায় বক্তব্য রাখছিলেন প্রাক্তন জেডিইউ সাংসদ আলি আনোয়ার আনসারি । মুক্তিযোদ্ধা ও প্রাক্তন মন্ত্রী আবদুল কাইয়ুম আনসারীর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়েছিল । সেই সময় মঞ্চে ডজন খানেক জেডিইউ নেতা উপস্থিত ছিলেন । আলি আনোয়ার আনসারি বলতে শুরু করেন,’আগামী ২২ জানুয়ারি শ্রী রামচন্দ্রজির প্রাণ প্রতিষ্ঠা হবে । ভোটের জন্য এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ভগবান রামের জন্মদিনে কেন প্রাণ প্রতিষ্ঠার আয়োজন করা হয়নি ?’ তিনি এ কথা বলার পরেই হুড় মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চটি । আলি আনোয়ার আনসারী বাম পায়ে চোট পান ।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আলি আনোয়ার আনসারী বলেন,’আমরা ডান পায়ে বেল্ট বেঁধে এসেছি। আজ আমার বাম পায়েও চোট লেগেছে, কিন্তু ঠিক আছে।’।