এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ জানুয়ারী : রামায়নকে ‘প্রিয় মহাকাব্য’ বলেও রামমন্দির উদ্বোধনের বিরোধিতায় সরব হল রাজ্যের কার্যত অস্তিত্বহীন বামপন্থী দল সিপিআই(এমএল) । সিপিএম ও কংগ্রেসের পদাঙ্ক অনুসরণ করে ওই দলটিও রাম মন্দির উদ্বোধনের বিরোধিতায় সরব হয়েছে । আগামী ২২ জানুয়ারী রামমমন্দির উদ্বোধনীর দিন না গিয়ে কলকাতায় ‘সম্প্রীতি যাত্রা’ করার কথা ঘোষণা করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সিপিআইএম (এম এল) একই দিনে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে সমাবেশের কথা ঘোষণা করেছে । সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলন’ । পাশাপাশি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তারা সভা করবে বলেও জানানো হয়েছে ।
ওই সম্মেলনের সমর্থনে আজ শুক্রবার ভাতার বাজারের নাসিগ্রাম মোড়ে একটি পথসভা করে সিপিআইএম (এম এল)। উপস্থিত ছিলেন সিপিআই (এমএল)এর ভাতার ব্লকের নেতা হাড়ু বিশ্বাস সহ হাতেগোনা দু-একজন । তারা পথচারীদের হাতে একটি করে লিফলেট তুলে দেয় । ওই লিফলেটে মহাকাব্য রামায়ণ সম্পর্কে বলা হয়েছে, ‘রামায়ন বহু বছর ধরেই ভারতের ব্যাপক জনতার হৃদয়ের মনিকোঠায় প্রিয় মহাকাব্য হিসাবে অধিষ্ঠিত আছে ।’ তারা রামরাজ্যকে ‘সত্য ন্যায় সার্বজনীন কল্যাণকামী শাসন ব্যবস্থায় ভারতীয় রূপকল্প হিসেবে ব্যবহার হয়ে এসেছে’ বলে বর্ণনা করেছে ।
সিপিআই(এমএল) কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ‘আধুনিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের দিশাকে প্রহসনে পর্যবসিত করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ।
প্রসঙ্গত,বামপন্থীরা নিজেদেরকে নাস্তিক বলেন । কিন্তু ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে সিপিআই (এম এল) এর কথায় ‘সংবিধানের গুরুতর লঙ্ঘন’ । এমনকি তারা ১৯৯১ সালের উপাসনা স্থল আইন বাতিলেরও বিরুদ্ধাচরণ করেছে । কংগ্রেস,সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের মতো সিপিআই (এম এল)-এর আশঙ্কা যে রাম মন্দিরের উদ্বোধনকে সাফল্য হিসেবে তুলে ধরে বিজেপি ভোটব্যাঙ্কে ফায়দা লুটবে এবং রামের নামে ভোট চাইবে ।।