দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ জানুয়ারী : বাংলাদেশ পাচারের আগে প্রায় ১ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । আজ শুক্রবার(১৯ জানুয়ারী ২০২৪) ভাতার থানার অন্তর্গত ছয় মাইল বাসস্ট্যান্ড ও গর্দানমারি গ্রামের মাঝামাঝি এলাকায় বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের উপর ধানবোঝাই লরি থেকে অন্য একটি লরিতে ফেন্সিডিল সিরাপের পেটিগুলি চাপানোর সময় হাতেনাতে ধরে ফেলে পুলিশ । পুলিশ ফেন্সিডিল সিরাপ ভর্তি প্রায় ৪৭০ টি পেটি, দুটি লরি এবং একটি চারচাকা গাড়ি আটক করেছে ।
তবে ভাতার থানার গাড়ি দেখে বাকিরা মাঠে মাঠে ছুটে পালিয়ে যেতে সক্ষম হলেও দীপ বিশ্বাস একজন ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ । ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে ধানের বস্তার আড়ালে ফেনসিডিল সিরাপ এর পেটিগুলি ঝাড়খন্ড থেকে বোঝাই করে আনা হয়েছিল । ভাতারে অন্য একটি লরিতে পেটি গুলি চাপিয়ে চালের বস্তা আড়ালে বাংলাদেশের সীমান্তে নিয়ে যাওয়ার কথা ছিল । সেখান থেকেই বাংলাদেশে বাজারের মতলব করেছিল তারা । কিন্তু তার আগেই পুলিশের হাতে তারা ধরা পড়ে যাওয়ায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায় ।
স্থানীয় সূত্রের খবর, ভাতারের ছয় মাইল বাসস্ট্যান্ড ও গর্দানমারি গ্রামের মাঝামাঝি এলাকায় বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের পাশে একটি চিড়েমিল রয়েছে । ওই চিড়ে মিলের পাশেই রয়েছে একটি গোডাউন । আজ সকালে ওই গোডাউনের সামনে সড়ক পথের ওপর লরি দুটি দাঁড় করিয়ে ফেন্সিডিল সিরাপের চাপানো হচ্ছিল । লরি দুটি সামনে ছিল সাদা রঙের চারচাকা গাড়িটি । ওই গাড়িতে থাকা কয়েকজন মূলত সিরাপ চাপানোর কাজে তদারকি করছিল । এদিকে নির্জন স্থানে একসঙ্গে অতগুলো পেটি চাপানোয় স্থানীয় গ্রামবাসীদের সন্দেহ হয় । গ্রামবাসীদের কেউ ভাতার থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানায় । এরপর ভাতার থানা ওসি পঙ্কজ নস্করের নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায় । এদিকে পুলিশকে দেখে পাচারকারীদের প্রায় সবাই মাঠ দিয়ে ছুটে পালিয়ে যায় । দীপ বিশ্বাস নামে ধৃত ব্যক্তি চারচাকা গাড়িতে বসেছিল । সে পালানোর আগেই পুলিশ তাকে ধরে ফেলে ।
প্রসঙ্গত,এই সমস্ত ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি অভিযান চালানো নিয়ম । সেই কারণে ভাতারের ভিডিও দেবজিৎ দত্তকে ফোন করে ঘটনার কথা জানায় পুলিশ । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি (ক্রাইম) শাশ্বতী শ্বেতা সামন্ত, সিআই সাধন বন্দ্যোপাধ্যায়। তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লরি দুটিতে পুলিশ তল্লাশি অভিযান শুরু হয় । তখনই পুলিশ জানতে পারে যে ওই পেটি গুলি আসলে ফেনসিডিল সিরাপের বোতল দিয়ে ।
পুলিশ জানিয়েছে ধৃতকে জেরা করে এই চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।
উল্লেখ্য, বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল সিরাপের ব্যাপক কদর রয়েছে । থাইল্যান্ডে উৎপাদিত ইয়াবার অর্থ পাগলা ঔষধ । এটি মূলত মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইন এর মিশ্রণ। কখনো কখনো এর সাথে হেরোইনও মেশানো হয় । এই মাদকটি থাইল্যান্ডে বেশ জনপ্রিয় । এছাড়া ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল সিরাপ এই দুটোই নেশার জন্য ব্যাপক হারে ব্যবহার হয় বাংলাদেশে । ভারতের মাদক পাচারকারীরা বাংলাদেশে ফেনসিডিল সিরাপ সরবরাহ করে থাকে ।।