এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৯ জানুয়ারী : নীলেশ কৃষ্ণ পরিচালিত তামিল চলচিত্র ‘অন্নপূর্ণি’তে শ্রী রাম এবং হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ উঠে । হিন্দুত্ববাদী সংগঠনগুলি এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল । এদিকে ভারত জুড়ে ওই ছবিটি নিয়ে বিতর্কে সৃষ্টি হতেই স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স তার লাইনআপ থেকে অন্নপূর্ণি ছবিকে সরিয়ে দিয়েছে । জি স্টুডিওসও ক্ষমা প্রার্থনা জারি করে এবং অবিলম্বে শিরোনামটি সরিয়ে নেয় । যদিও এখনো পর্যন্ত পরিচালকের পক্ষ থেকে কোন প্রকার মন্তব্য করা হয়নি । কিন্তু ছবির নায়িকা নয়নতারা নীরবতা ভেঙে ক্ষমা চেয়েছেন ।
তিনি ইনস্টাগ্রামে এই বিষয়ে পোস্ট করেছেন এবং বলেছেন যে আমি সহ অন্নপূর্ণি ছবির টিমের অন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য নেই। একটি ইতিবাচক বার্তা শেয়ার করার প্রয়াসে, তিনি অসাবধানতাবশত ব্যথার কারণ হয়ে থাকতে পারেন। তিনি বলেন,আমি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি সরানোর আশা করিনি, যা আগে প্রেক্ষাগৃহে সেন্সর করা হয়েছিল। আমি ঈশ্বরে সম্পূর্ণ বিশ্বাস করি। আমি সারা দেশে অনেক মন্দির পরিদর্শন করেছি। তিনি লিখেছেন যে কারো অনুভূতিতে আঘাত করলে তিনি ক্ষমাপ্রার্থী। জারি করা এই লিখিত বিবৃতিতে তিনি “জয় শ্রী রাম” বলে শুরু করেন ।।