এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ জানুয়ারী : আগামী বাইশে জানুয়ারী দিনটি ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন হতে চলেছে । কারণ ওই দিনই হতে চলেছে অযোধ্যার নবনির্মিত শ্রীরাম মন্দিরের উদ্বোধন । দীর্ঘ ৫ শতাব্দী পর অস্থায়ী তাঁবু থেকে মন্দিরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন হিন্দুদের পরমারাধ্য ভগবান শ্রীরামচন্দ্র । ওই দিনে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার । পশ্চিমবঙ্গে বাইশে জানুয়ারি ছুটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
আজ শুক্রবার (১৯ জানুয়ারী ২০২৩) দলীয় প্যাডে এবং সুকান্ত মজুমদারের স্বাক্ষরিত একটি চিঠিতে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির কাছে আবেদন করা হয়েছে যে আগামী ২২ জানুয়ারি সোমবার দেশের এক গৌরবের দিন। এক দিন বিদেশি আক্রমণকারীর হাতে সনাতন ভারতের পুরুষোত্তম রামচন্দ্রের পবিত্র জন্মভূমি ধ্বংস হয়েছিল। ভারতের সাধু-সন্তদের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের পরে সেই জন্মস্থান পুনরোদ্ধার হয়। লড়াইয়ে প্রাণ দেন বাংলার দুই বীর ও পূজনীয় যুবক রাম কোঠারি এবং শরদ কোঠারি। মহামান্য সর্বোচ্চ আদালতের রায়ে ওই জমির ইতিহাস স্বীকৃতি পেয়েছে। আদালত নির্দেশিত পথেই শ্রীরামের জন্মস্থানে ভব্য মন্দির গড়ে উঠেছে।
এই লড়াইয়ে বাংলার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতার লড়াইয়ের মতোই শ্রীরামের জন্মভূমি উদ্ধার এবং মন্দির স্থাপনের উদ্যোগে যোগ দিয়েছেন এই বাংলার লক্ষ লক্ষ মানুষ। সাধারণ মানুষের অযোধ্যায় পাঠানো শিলা থেকে মন্দির
গঠনের জন্য অর্থ দেশের কাছে বাংলাকে উচ্চস্থানে বসিয়েছে। এ বার সেই মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্ত। বিদেশি শত্রুর হাত থেকে মুক্ত অযোধ্যার পবিত্র মাটিতে মন্দির স্থাপন দল,
মত, ধর্ম নির্বিশেষে সকল দেশপ্রেমী ভারতীয়ের কাছে গর্বের দিন।
তিনি আরও লিখেছেন,মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহ অনুযায়ী গোটা দেশের সঙ্গে বাংলার সকল স্তর ও ক্ষেত্রের মানুষও ওই পবিত্র দিন অর্থাৎ আগামী সোমবার, কুর্ম দ্বাদশী তিথিকে সাড়ম্বরে পালন করতে চান। মন্দিরে মন্দিরে ভারতমাতার সন্তানেরা পুজো দেবেন। ঘরে ঘরে দীপাবলির আনন্দ উৎসবের চেহারা নেবে। সবার ধ্যানে থাকবে অযোধ্যা ধাম। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আপনার কাছে আমার বিনিত অনুরোধ ওই পবিত্র দিনে সকলে যাতে উৎসবে সামিল হতে পারেন তার জন্য সরকারি ভাবে ছুটি ঘোষণা করা হোক। ছুটি দেওয়ার অনুরোধ করা হোক বেসিরকারি প্রতিষ্ঠানকেও। স্কুল,কলেজ বন্ধ রাখা হোক যাতে বাংলার নতুন প্রজন্ম দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবান হতে পারে। বাংলায় আপনি অনেক
নতুন তিথি, পরব, জন্মদিবসকে স্থায়ী সরকারি ছুটির আওতায় এনেছেন। চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে। ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আপনার ও সকলের মঙ্গল কামনা করি।
আপনার সদুত্তরের আশাপ্রার্থী । রাজ্য সভাপতি,
ডঃ সুকান্ত মজুমদার ।
চিঠিটি সোশ্যাল মিডিয়া পোস্ট করার পাশাপাশি সুকান্ত মজুমদার আরও লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী ২২-শে জানুয়ারি ২০২৪ এর পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন… এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে যখন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে ।’ যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।।