এইদিন ওয়েবডেস্ক,বিহার,১৯ জানুয়ারী : জেডিইউ ও আরজেডির জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শাসনে বিহারে দুর্বৃত্তায়ন ব্যাপক হারে বেড়ে গেছে । এমনকি বিহারের দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাচ্ছে না রেলযাত্রীরাও । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা গেছে, প্যান্ট-শার্ট পরা এক যুবক চলন্ত ট্রেনের একটা কামরার জানালা থেকে ঝুলতে ঝুলতে যাচ্ছে । তার হাত টেনে ধরে আছে ওই কামরার জানালার পাশে বসে থাকা জনৈক রেলযাত্রী ।
জানা গেছে,ঘটনাটি বিহারের ভাগলপুরের । ওই যুবক একজন রেলযাত্রীর স্মার্টফোন ছিনতাইয়ের চেষ্টা করেছিল । কিন্তু যাত্রী সতর্ক থাকায় ছিনতাইকারীর একটা হাত ধরে ফেলেন । তারপর তাকে চলন্ত ট্রেনে ধরে প্রায় এক কিলোমিটার ঝুলিয়ে রাখেন তিনি । ভিডিওতে আর দুই যুবককে ছুটে আসতে দেখা যায় । ওই দুই যুবক ছিনতাইকারীকে ধরার নাম করে তাকে ছিনিয়ে নিয়ে চলে যায় ।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর বিহারের মুজাফফরপুরে দুই ছিনতাইকারী মিলে সালোনি পান্ডে নামে এক তরুনীর স্মার্টফোন ছিনতাই করে তরুনীকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দিয়েছিল । তরুনী বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য মোতিহারী থেকে মুজাফফরপুরে যাচ্ছিলেন । তখনই এই ঘটনা ঘটে । ট্রেনের চাকায় তরুনীর হাত-পা ছিন্ন হয়ে যায় । তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বাঁচানো যায়নি । পরে দুই ছিনতাইকারী শওকত আলী এবং জাবরেজ আলমকে গ্রেফতার করে রেলপুলিশ ।।