দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা । কাটোয়া-২ ব্লকের শ্রীবাটি অঞ্চলের নতুনগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । প্রধান শিক্ষক সুমন ঘোষের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ যে তিনি দেরি করে স্কুলে আসেন এবং স্কুলের কচিকাঁচাদের দিয়ে মিড ডে মিলের বাজারহাট করান । এই সমস্ত অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার স্কুল খোলার পরেই গ্রামবাসীরা প্রধান শিক্ষিককে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । বিক্ষোভের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । পাশাপাশি বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পঠনপাঠন । এই বিষয়ে কাটোয়া পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভজিৎ মণ্ডলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন,’ঘটনার কথা আমার জানা নেই । খোঁজ নিয়ে দেখব ।’
জানা গেছে,কাটোয়া-২ ব্লকের শ্রীবাটি অঞ্চলের নতুনগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৪০ জন পড়ুয়া এবং ২ জন শিক্ষক রয়েছেন । প্রধান শিক্ষক সুমন ঘোষের স্কুলে দেরিতে আসা ও পড়ুয়াদের দিয়ে মিড ডে মিলের বাজারহাট করানো নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল গ্রামে । এদিন প্রায় পৌনে বারোটা নাগাদ স্কুটি চালিয়ে স্কুলে আসেন প্রধানশিক্ষক সুমন ঘোষ । কিন্তু তিনি স্কুল খুলতে গেলে তাকে আটকে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন অবিভাবকরা ।
অবিভাবকদের অভিযোগ, স্কুলের চাবি প্রধান শিক্ষকের কাছে থাকায় পড়ুয়াদের স্কুল গেটের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় । স্কুলে আসার পর পড়ুয়াদের তিনি মিড ডে মিলের সব্জি, মুদিখানা বাজার করতে পাঠিয়ে দেন । ফলে তাদের ছেলেমেয়ের পড়াশোনার সময় সীমিত হয়ে যায় ।
যদিও প্রতিদিন স্কুলে দেরি করে আসার অভিযোগ অস্বীকার করেছেন প্রধানশিক্ষক সুমন ঘোষ । বৃষ্টির কারণে রাস্তায় খারাপ থাকায় ধীরে ধীরে স্কুটি চালিয়ে আসতে গিয়ে হয়ত মাঝে মধ্যে দেরি হয়ে যায় ।’ আর পড়ুয়াদের দিয়ে মিড ডে মিলের বাজার হাট করানো কথা স্বীকার করে তিনি সাফাই দেন, ‘আমার উদ্দেশ্য ছিল যে বাজারহাট করা ও হিসাব রাখার বিষয়ে পড়ুয়ারা অভ্যস্ত হয়ে উঠুক । তাই তাদের দিয়ে মিড ডে মিলের বাজার করাতে পাঠাতাম । তবে এনিয়ে যখন আপত্তি উঠছে,আর পড়ুয়াদের দিয়ে বাজারহাট করাবো না ।’।