এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ জানুয়ারী : নিয়োগ দুর্নীতি মামলায় সাত সকালেই কলকাতার একাধিক জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । আজ বৃহস্পতিবার ইডির ৬-৭ টি দল অভিযানে বের হয়েছে বলে খবর । তবে সন্দেশখালীর ঘটনায় শিক্ষা নিয়ে আধিকারিকদের নিরাপত্তার জন্য এদিন আগাম ব্যবস্থা লক্ষ্য করা যায় । কেন্দ্র বাহিনীর মাথায় ছিল হেলমেট এবং তাদের ছিল টিয়ার গ্যাসের সেল । সর্ব প্রথমে নিয়োগ দুর্নীতি মামলার মিডিলম্যান বলে পরিচিত প্রসন্ন রায়ের ফ্ল্যাটে হানা দেয় ইডির তদন্তকারী দল । এদিন ইডি একযোগে হানা দেয় সল্টলেকের বলাকা আবাসন, নিউটাউনের আডিয়াল ভিলা আবাসন, নিউ টাউনের স্কাইপ আবাসন ও মুকুন্দপুরের একতা আবাসনে । প্রসন্ন রায়ের বাড়ি, অফিস এবং তাঁর ঘনিষ্ঠ প্রদীপ সিং ও রোহিত ঝায়ের বিলাসবহুল আবাসনে হানা দিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।
প্রসঙ্গত,২০২২ সালের ২৬ আগস্ট গ্রেফতার করা হয় প্রসন্ন রায়কে । তিনি পার্থ চট্টোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত । নিয়োগ দুর্নীতিতে প্রসন্ন রায় ভূমিকা ছিল মিডলম্যান হিসেবে । অযোগ্য প্রার্থীদের খুঁজে বের করে অর্থের বিনিময়ে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব মূলত প্রসন্নের উপরেই ছিল বলে দাবি ইডির । অন্যদিকে সল্টলেকের বলাকা আবাসনের বাসিন্দা প্রদীপ সিং পার্থ চট্টোপাধ্যায়ের এজেন্ট হিসেবে কাজ করতেন বলে জানতে পেরেছে ইডি । আজকের তল্লাশি অভিযানে তার বাড়ি থেকে বহু ডিজিট্যাল নথি উদ্ধারের আশা করছে কেন্দ্রীয় তদন্তকারী দল । তবে এই দিনের অভিযান মূলত এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বলে জানা গেছে ।।