এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ জানুয়ারী : রাজ্য সরকার গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের কাছ থেকে জলযানের ভাড়া বাবদ বেশি টাকা উশুল করছে বলে অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সোচ্চার হয়েছেন তিনি । তার সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী নামখানা থেকে বেনুবন পর্যন্ত জলযানের ভাড়া ছিল মাথাপিছু ৪০ টাকা, কিন্তু পুণ্যার্থীদের কাছ থেকে ৮৫ টাকা উশুল করা হচ্ছে । পাশাপাশি কচুবেড়িয়া থেকে লট নং ৮ পর্যন্ত ৯ টাকা ভাড়া হলেও গঙ্গাসাগর মেলা উপলক্ষে মাথাপিছু ৪০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে না শুভেন্দু অধিকারী । তাঁর হিসাব অনুযায়ী রাজ্য সরকার এভাবে ভাড়া বাড়িয়ে ইতিমধ্যে অন্তত ৩৮ কোটি টাকা রোজকার করে ফেলেছে ।
শুভেন্দু অধিকারী গঙ্গাসাগরে পুণ্যার্থীদের দেওয়া জলযানের টিকিটের ছবি পোস্ট করে লিখেছেন, ‘দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকারের নতুন নীতি হলো সাধারণ মানুষের ঘাড়ে বোঝা চাপিয়ে নিজের শূন্য কোষাগার ভর্তি করার চেষ্টা করা ! প্রতিদিন বড়ো বড়ো দাবি করা হচ্ছে যে কিভাবে রাজ্য সরকার গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে সর্বাধিক সুবিধা প্রদান করছে, এবং এর জন্য সব খরচ পশ্চিমবঙ্গ সরকার বহন করছে।’
এরপর তিনি লিখেছেন,’কিন্তু বাস্তবটা সম্পূর্ন ভিন্ন। মমতা সরকার গঙ্গাসাগর মেলাকে শূন্য কোষাগার ভরাটের এক পন্থা হিসেবে ব্যবহার করতে উদ্যোগী হয়েছে। পুণ্যার্থীদের কাছ থেকে জলযানের যে ভাড়া নেওয়া হচ্ছে বা এককথায় বলা ভালো ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে তা স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি । পবিত্র এই তীর্থক্ষেত্রে পুণ্যার্থীরা দুর দুরান্ত থেকে আসেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারা এই বাড়তি ভাড়া দিতে একপ্রকার বাধ্য হচ্ছেন, কারণ এ ছাড়া তাদের কাছে আর অন্য কোনো উপায় নেই।’
সব শেষে শুভেন্দু অধিকারী লিখেছেন,’সাধারণ মানুষের ওপর এই বোঝা চাপাতে আগেও দেখেছি আমরা। ২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত টেট পরীক্ষার ফর্ম ৫০০ টাকায় বিক্রি করেছিল রাজ্য সরকার, যেখানে ঠিক এক বছর আগে ২০২২ সালে ওই ফর্মের মূল্য ছিল ১০০ টাকা। অর্থাৎ ৪০০ শতাংশ বর্ধিত দাম ৩,০৯,০৫৪ জন বেকার যুবক যুবতীর কাছ থেকে নিয়ে এই সরকার ১৫,৪৫,২৭,০০০ টাকা রাজ্যের কোষাগারে ঢুকিয়েছে। এই দেউলিয়া সরকার তার শূন্য কোষাগার ভরাতে প্রতিদিন এভাবেই সাধারণ জনগনকে লুঠ করছে।’ যদিও বিধানসভার বিরোধী দলনেতার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি ।।