এইদিন ওয়েবডেস্ক,ওয়েলিংটন,১৭ জানুয়ারী : একাধিক দোকান থেকে চুরির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের পার্লামেন্ট সদস্য গোলরিজ ঘাহরামান (৪২)। গোলরিজ গ্রিন পার্টির পার্লামেন্ট সদস্যা । জানা গেছে, গোলরিজের বিরুদ্ধে অকল্যান্ড ও ওয়েলিংটনের দুটি পোশাকের দোকানে তিনবার চুরি করার অভিযোগ উঠেছে । সিসিটিভি ফুটেজে অকল্যান্ডের একটি বুটিক দোকান থেকে হ্যান্ডব্যাগ সরিয়ে ফেলার ঘটনা প্রকাশ্যে এলে গোলরিজ মঙ্গলবার পদত্যাগ করেন । পদত্যাগ করার সময় গোলরিজ ঘাহরামানের বক্তব্য ছিল, ‘এটি আমার চরিত্রের সম্পূর্ণ বাইরে। আমি অনেক মানুষকে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত। পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে জনগণ যে উঁচু মানের আচরণ আশা করে,আমার আচরণ ছিল সেই প্রত্যাশার পুরোপুরি বিপরীত। এটি এমন কোনো আচরণ নয়, যার ব্যাখ্যা করা যায় । কারণ এটি কোনো দিক দিয়েই যুক্তিসংগত নয়। চিকিৎসকের মূল্যায়নের পর আমি বুঝতে পারছি, আমি ভালো নেই। তবে নিজের কৃতকর্মের জন্য আমি কোনো অজুহাত দিতে চাই না ।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রাক্তন আইনজীবী গোলরিজ ঘাহরামান ২০১৭ সালে নিউজিল্যান্ড সরকারে শপথ নেওয়া প্রথম শরণার্থী হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিলেন। ছোটবেলাতেই পরিবারের সঙ্গে ইরান থেকে পালিয়ে নিউজিল্যান্ডে চলে আসেন তিনি। পরে সেখানে রাজনৈতিক আশ্রয় পায় তার পরিবার।
এদিকে গোলরিজের পদত্যাগের বিষয়ে তার দল গ্রিন পার্টির উপনেতা জেমস শ বলেন, গোলরিজ পার্লামেন্ট সদস্যা হিসেবে নির্বাচিত হওয়ার দিন থেকেই যৌন ও শারীরিক সহিংসতা এবং মৃত্যুর প্রচুর হুমকি পেয়ে এসেছেন। ফলে তিনি অন্যদের তুলনায় অনেক বেশি মানসিক চাপের মধ্যে দিন কাটিয়েছেন। দীর্ঘদিন ধরে এমন হুমকির মধ্যে বাস করলে আচরণে সমস্যা দেখা দিতে পারে। পুলিশ সবগুলো বিষয় নিয়ে তদন্ত করছে ।
গ্রিন পার্টির আর এক নেতা মারামা ডেভিডসন বলেন, চুরির অভিযোগ ওঠায় গোলরিজ পদত্যাগ করেছেন। তবে এটা স্পষ্ট যে তিনি প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। আমাদের সমর্থন তার সঙ্গে থাকবে ।’।