এইদিন স্পোর্টস নিউজ,১৭ জানুয়ারী : কলকাতায় আয়োজিত হল অষ্টম ওয়েস্ট বেঙ্গল ক্যারাটে অ্যালসক কাপ ২০২৪ । কলকাতার উড স্ট্রিটের সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল প্রাইমারি সেকশন গ্রাউন্ডে গত রবিবার(১৪ জানুয়ারী ২০২৪) এই প্রতিযোগিতাটি হয় । জেলার বিভিন্ন স্কুলের প্রায় ২,০০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমি থেকে অংশ নেয় মোট ৯ জন প্রতিযোগী । একাডেমির প্রশিক্ষক রেনসি দেবাশিস কুমার মন্ডল জানিয়েছেন যে তার শিক্ষার্থীরা মোট ১৪ টি পদক জিতেছে । তার মধ্যে ৫ টি সোনা, ৩ টি রুপো এবং ৬ টি ব্রোঞ্জ ।
বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমির পদক জয়ীরা অয়নতিকা সাহা ( কাতায় সোনা এবং কুমিতে সোনা ), লগ্নজিতা খাঁ ( কাতায় সোনা এবং কুমিতে রুপো ), সম্প্রীতি সেনগুপ্তা ( কাতায় সোনা এবং কুমিতে ব্রোঞ্জ ), শ্রেয়সী ঘোষ ( কাতায় সোনা এবং কুমিতে ব্রোঞ্জ ), ইশানী গুপ্তা (কাতায় ব্রোঞ্জ এবং কুমিতে রুপো), মেঘনা রায় (কুমিতে রুপো) সুধৃতি গুহ কর্মকার (কাতায় ব্রোঞ্জ), চন্দ্রিমা চক্রবর্তী (কাতায়৷ ব্রোঞ্জ ) এবং রাজর্ষি গাঙ্গুলি (কাতায় ব্রোঞ্জ) ।
প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অ্যালামনোরাম সোসাইটিস ও অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের যৌথ পরিচালনায় আয়োজিত হয় ।।