এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৬ জানুয়ারী : ইরাকের কুর্দিস্তানে ইরানের বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইরান সরকার চার কুর্দি রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে বলে সতর্ক করল মানবাধিকার সংস্থা । আজ মঙ্গলবার এই সংস্থাটি সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ এই বিষয়ে জানিয়েছে । ইরানের মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, মোহসেন মাজলুম, মোহাম্মদ হেজির ফারামারজি, ওয়াফা আজারবার এবং পেজমান ফাতেহি নামে ওই চার কুর্দি রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ডের সম্ভাবনা রয়েছে ।
এই সংস্থাটি যোগ করেছে যে দিন কয়েক আগে ইরাকের কুর্দিস্তানে হামলার সময় তিন কুর্দি রাজনৈতিক বন্দী রামিন হোসেন পানাহি, লুকমান মোরাদি এবং জানিয়ার মোরাদিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের আদালত ।
উল্লেখ্য, ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস,১৫ জানুয়ারী সোমবার রাতে ঘোষণা করেছে যে তারা ইরাকি কুর্দিস্তানের স্বায়ত্তশাসিত অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বেশ কয়েকটি কেন্দ্র এবং সিরিয়ায় আইএসআইএস সহ তেহরানের বিরোধিতাকারী কয়েকটি গোষ্ঠীর ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করেছে ।
রিপোর্ট অনুযায়ী, এই হামলার পর কুর্দিস্তানের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একজন কুর্দি ব্যবসায়ীসহ চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন । সিরিয়ায় আইএসআইএস অবস্থানের বিরুদ্ধে ইরানের হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। অতীতেও ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদী কেন্দ্রগুলিতে ইরানের রেভল্যুশনারি গার্ডরা হামলা চালিয়েছিল ।।