কাঁচা মাংসের স্বাদে লোভনীয় তুমি স্নেহময়ী মা,
এমন স্বাদ চেটেপুটে খেলে তবেই আসল মজা।
এক আঁচলা রক্তে মেশাও অবলা নারীর লাল,
ভুলে যাবে তুমি মনুষ্যত্ব, ভুলবে দেশ কাল।
লকলকে জিভ লালসা মেখে হয়েছে পাগলপারা,
ভোগের নিমিত্ত তোমার জন্ম ভেবেই আত্মহারা।
ভুলে যায় তারা নিমেষেই বুঝি মা বোন নাকি মেয়ে,
মন্ডপে বা ঠাকুর দালানে রেখেছে কোথাও সাজিয়ে।
টাটকা রক্তে ভেজা এ কোন্ দানব দলনী তুমি?
লজ্জা ঢাকতে ভাগ হয়নি আজও লুটে নেওয়া মাতৃভূমি।
নগ্নতাকে দমিয়ে রেখে ওড়ায় জয়ের ধ্বজা,
মনের সুখে মিটিয়ে নেয় গরম রক্তের পিপাসা।
মুখোশ পরে কাঁধ পেতে দিয়ে ভারবাহী হও রোজ,
রাতের আঁধারে নিঃশব্দে চলে নারী শরীরের খোঁজ।
সমাজের বুকে কালিমা লেপেছো, করেছো ক্ষত বিক্ষত,
মানুষ রূপে আর কতকাল চালাবে ধ্বংস অবিরত।
নগ্ন হয়নি আজ কোনো এক মা,নগ্ন মনুষ্যজাতি,
নেমে পড়ো সব শোক মিছিলে, হাতে থাক নিভে যাওয়া বাতি।।