এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ জানুয়ারী : রাতে বাস না পেয়ে নাবালিকা নাতনিকে সঙ্গে নিয়ে একটা চারচাকা গাড়িতে উঠেছিলেন দাদু ও ঠাকুমা । তৃতীয় শ্রেণীর পড়ুয়া ওই কিশোরী চালকের পাশের আসনে বসে । পিছনের আসনেই বসেছিলেন মেয়েটির দাদু ও ঠাকুমা । এদিকে রাতের অন্ধকারের সুযোগে চলন্ত গাড়িতে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে । রবিবার রাতের এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুণ গ্রামে । ক্ষিপ্ত গ্রামবাসীরা গাড়ি চালককে আটকে রেখে ভাতার থানায় খবর দেয় । খবর পেয়ে পুলিশ গিয়ে চারচাকা গাড়িটিসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে । পরে কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে । ধৃত গাড়ি চালককে ভাতার থানার বালসিডাঙ্গা গ্রামের বাসিন্দা শেখ মফিজ (৩৫) বলে চিহ্নিত করেছে পুলিশ ।
জানা গেছে, আমারুন গ্রামের বাসিন্দা ওই কিশোরীদের এক আত্মীয় রয়েছেন নবদ্বীপে । মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে ওই কিশোরী তার দাদু ও ঠাকুমার সঙ্গে শনিবার নবদ্বীপে আত্মীয় বাড়িতে গিয়েছিল । রবিবার রাতে নবদ্বীপ থেকে ট্রেনে তারা কাটোয়ায় আসে । এরপর কাটোয়া থেকে বর্ধমান মুখি ট্রেনে চড়ে তারা আমারুন স্টেশনে এসে নামে । কিন্তু আমারুন রেল স্টেশন থেকে আমারুন গ্রাম যাওয়ার কোন বাস না থাকায় তারা কোন ভাড়া গাড়ির জন্য অপেক্ষা করছিল । ইতিমধ্যে কিশোরীর বাবা মোটরসাইকেল নিয়ে আমারুন রেল স্টেশনে চলে আসেন । তার আগে ওই পথ দিয়ে ফাঁকা বলেরো গাড়ি নিয়ে যাচ্ছিল শেখ মফিজ । গ্রামের এক পরিচিত ব্যক্তির সহায়তায় কিশোরীর দাদু বোলেরো গাড়িটি আটকে আমারুন নিয়ে যাওয়ার জন্যে গাড়িটি ভাড়া করে ।
ঘটনার বিবরণে জানা গেছে, চালকের পাশে সিটে বসেছিল কিশোরী এবং পিছনের সিটে বসেছিলেন কিশোরীর দাদু ও ঠাকুমা । গাড়িটির পিছনে পিছনে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন কিশোরীর বাবা । এদিকে তখন অন্ধকারের সুযোগ নিয়ে গাড়ি চালক শেখ মফিজ ওই কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে । গ্রাম ঢোকার ঠিক মুখেই কিশোরী কান্নাকাটি করতে শুরু করে ।
জানা গেছে, গাড়িটি গ্রামে আসার পর পরিবারের লোকজন তার কান্নাকাটির কারণ জিজ্ঞেস করে করলে সে ঘটনার কথা সব খুলে বলে । এদিকে ঘটনার কথা চাওড় হয়ে গেলে । পরিবারে আরও কিছু সদস্য ও প্রতিবেশীরা এসে জড়ো হয় সেখানে । তারা চালকসহ গাড়িটি আটকে ভাতার থানায় খবর দেয় । এরপর পুলিশ গিয়ে চালক ও গাড়িটি আটক করে ।
একই এলাকার বাসিন্দা হয়েও একজন মেয়ের বয়সী কিশোরীর সঙ্গে বালসিডাঙ্গা গ্রামের বাসিন্দা শেখ মফিজের এই প্রকার নোংরা আচরণে স্তম্ভিত এলাকার বাসিন্দারা । এদিকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভাতারের বিজেপি নেতৃত্ব । এদিন বেশ কয়েকজন বিজেপির নেতাও কর্মী ভাতার থানায় এসে অভিযুক্ত শেখ মফিজের কঠোর শাস্তির দাবি জানিয়ে গেছেন । আজ রবিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয় । পাশাপাশি আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় নির্যাতিতা কিশোরীর ।।