এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১৫ জানুয়ারী : পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি-২ নম্বর ব্লক নিচ কসবা অঞ্চলের দক্ষিণ কলাগাছিয়া গ্রামের ভীমেশ্বর মহাদেব পূজো কমিটির উদ্যোগে গঙ্গা পূজা উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে ‘তোষণবাজ সরকার’ বলে নিশানা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা মকর সংক্রান্তির দিন ছুটি পাবো না, রামনবমীর দিন ছুটি পাবো না, আমরা ধ্বজ নিয়ে ঘুরলে পরে সাম্প্রদায়িক, এই শক্তি থেকে আপনাদের দূরে থাকতে হবে ।
তিনি বলেন,’আমি বিরোধী দলনেতা পরিতাপের সঙ্গে বলছি যে পৌষ সংক্রান্তির ছুটি নাই, পৌষ সংক্রান্তিতে এ রাজ্যের ছুটি হয় না । এ রাজ্য সরস্বতী পুজোয় একদিন ছুটি পাওয়া যায়, পরের দিন ছুটি হয় না৷ এ রাজ্যের রামনবমীর ছুটি হয় না । আর শবেবরাত রবিবার হলে পরের দিনে ছুটি থাকে । শবেবরাতের পরের দিন ছুটি দেয় এই তোষণ বাজ রাজ্য সরকার।
শুভেন্দু অধিকারী বলেন,’আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একদিন কেন চার দিন ছুটি দিন না । কিন্তু আমরা হিন্দুরা মকর সংক্রান্তির দিন ছুটি পাব না, রামনবমীর দিন ছুটি পাবো না, সরস্বতী পূজোর পরের দিনই বাচ্চাদের বই খাতা নিয়ে স্কুলে যেতে হবে । আর আপনি অন্য জায়গায় অন্য কাজ করবেন, এ জিনিস বেশি দিন চলবে না। এ রাজ্য রাম রাজ্য হবে । রাম রাজ্য মানে, মাথায় ছাদ পেটে ভাত আর হাতে কাজ । এটাই হলো রাম রাজ্য ।’
আজ সোমবার সকালে কলাগাছিয়া গ্রামের ভীমেশ্বর মহাদেব পূজো কমিটির উদ্যোগে গঙ্গা পূজা মণ্ডপে দেবী গঙ্গাকে প্রথমে প্রণাম জানান শুভেন্দু অধিকারী । তারপর তিনি দুঃস্থদের কম্বল বিতরণ করেন । কমিটির তরফে মকর সংক্রান্তিতে পূণ্যস্নান করতে আসা পূণ্যার্থীদের প্রসাদ বিতরণ করেন তিনি । কয়েক হাজার মানুষ সেখানে উপিস্থিত ছিলেন ।।