এইদিন স্পোর্টস নিউজ,১৪ জানুয়ারী : ফুটবলে অসাধারণ দক্ষতা রয়েছে ব্রাজিলিয়ান কিশোর ফুটবলার এস্তেভাও উইলিয়ান তথা মেসিনহো । তার এই দক্ষতার জন্য ফুটবলবিশ্ব তাকে ‘বিস্ময় বালক’ তকমা দিয়েছে । ২০০৭ সালে ব্রাজিলের ফ্রাঙ্কায় জন্মগ্রহণ করা মেসিনহো খেলেন স্বদেশি ক্লাব পালমেইরাসে। মাঠে তার পজিশন উইং। এরই মধ্যে প্রতিভা দেখিয়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর মনোযোগ কেড়েছেন তিনি। তাকে কিনতে আগ্রহী বেশ কয়েকটি ক্লাব।
প্রথমেই যে ক্লাবটির নাম সামনে আসছে, ক্লাবটি হল ইংলিশ জায়ান্ট চেলসি । মেসিনহোকে কিনতে আগ্রহী তারা । এছাড়া বার্সেলোনাও এই ব্রাজিলিয়ান কিশোর তারকাকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে । কিন্তু তার রিলিজ ক্লজ (৬০ মিলিয়ন ইউরো) এত আকাশচুম্বী যে, ফেয়ার প্লের নীতিতে থেমে যেতে হয় জাভি হার্নান্দেজের দলকে। চেলসিও হয়তো দাম দেখে পিছু হঠেছে ।
তবে শুধু চেলসি বা বার্সেলোনাই নয়, পিএসজির মতো দলও মেসিনহোকে কেনার দৌড়ে শামিল হয়েছিল। যদিও গোল ডটকমের খবর অনুযায়ী, এখন সেই দৌড় থেকে ছিটকে গেছে প্যারিসের এই ক্লাবটি। ফলে ব্রাজিলিয়ান তারকাতে দলে ভেড়ানোর সম্ভাবনা বাড়ল চেলসির। সেক্ষেত্রে পুরো ৬০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে তাদের ।।