এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,১৪ ফেব্রুয়ারী : গঙ্গাসাগরগামী ৩ নাগা সাধুকে কাঠ দিয়ে বেদম মারধরের ঘটনা ঘটেছে পুরুলিয়ায় । মারধর করা হয়েছে সাধুদের সঙ্গে আসা রাঁধুনি এবং গাড়ির চালকেও । ভাঙচুর চালানো হয়েছে গাড়িটিতে । বৃহস্পতিবার রাতে পুরুলিয়ার কাশীপুর থানার গৌরাঙ্গডি গ্রামের ওই ঘটনায় ১২ জন হামলাকারীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে । কিন্তু ‘পুলিশের পোশাক পরিহিত’ যে ব্যক্তি একটা কাঠ দিয়ে সাধুদের নির্মমভাবে পিটিয়েছিল তাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেনি বলে অভিযোগ তুলেছে পুরুলিয়া জেলা বিজেপি । পুরুলিয়া জেলা বিজেপির ফেসবুক পেজে মারধরের ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা অন্তর্গত গৌরাঙ্গডি গ্রামের ঘটনা, এভাবে কাঠ দিয়ে পুলিশ পোশাক পরিহিত যে ব্যক্তি সাধু সন্ত কে মারধর করছে এই নিষ্ঠুর লোকটা কে?? একে এখন পর্যন্ত কেনো গ্রেপ্তার করা হলো না? দিকে দিকে আওয়াজ তুলো এর প্রতিবাদ করো এভাবে সাধু সন্ত ওপরে হামলা করা কখনো সহ্য করা যাবে না?’
ঘটনার বিবরণে জানা গেছে,ওই তিন নাগা সাধু উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগর যাচ্ছিলেন । একটি গাড়িতে চড়ে তারা বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুর থানার গৌরাঙ্গডি গ্রামে আসেন । গাড়ির চালক ছাড়াও একজন রাঁধুনি ছিল সাধুদের সঙ্গে । পুরুলিয়া জেলা পুলিশের বয়ান অনুযায়ী,সাধুদের গাড়ি গৌরাঙ্গডি গ্রামের কালী মন্দিরে এসে দাঁড়িয়েছিল । সেই সময় মন্দিরে পুজো দিতে যাচ্ছিল তিন কিশোরী । ওই কিশোরীদের কিছু একটা জিজ্ঞাসা করেন সাধুরা । কিন্তু তাদের অসদ উদ্দেশ্যে আছে মনে করে কিশোরীরা চিৎকার করতে করতে ছুটে গ্রামে পালিয়ে আসে ৷
জানা গেছে,ওই কিশোরীদের কাছ থেকে সাধুদের কথা শুনে গ্রামের লোকজন জড়ো হয়ে স্থানীয় দুর্গামন্দিরের কাছে গাড়িটি এনে ভাঙচুরে । তিন সাধুকে একটা ঘরে ঢুকিয়ে কাঠ দিয়ে বেদম পেটানো হয় । খবর পেয়ে পুলিস গিয়ে তাদের উদ্ধার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করা হয় ।ধৃতদের শনিবার রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করছে পুলিশ। ধৃতদের মধ্যে ৭ জনের ৫ দিনের জেল হেফাজত হয়েছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে কাশীপুর এবং পুরুলিয়া সদর থানা ঘেরাও করে বিজেপি । প্রতিবাদে সরব হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নেতা,বিজেপি নেতা অমিত মালব্য । ঘটনা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল ।
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আক্রান্ত সাধুদের সাথে ভিডিও কলে কথা বলে খোঁজখবর নেন এবং সাধুদের সর্বপ্রকার সহায়তা দেওয়ার আশ্বাস দেন । এই বিষয়ে সুকান্ত মজুমদার নিজের ফেসবুক পেজে লিখেছেন,’কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আগামী ১৪ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি মাঝরাত পর্যন্ত পুণ্যলগ্নে গঙ্গাসাগরে স্নান। সেই উপলক্ষে উত্তর প্রদেশ থেকে কিছু সাধু পশ্চিমবঙ্গে এসেছে আজ তাদের ওপর কিছু হার্মাদ বাহিনী আক্রমণ চালায়, সেই অবস্থা থেকে তাদের উদ্ধার করে বিজেপি সাংসদ, বিধায়ক সহ বিজেপি নেতৃত্ব। সেই সমস্ত সাধু বাবাদের সঙ্গে সরাসরি ভিডিও বার্তায় কথা বললাম।’
রাজ্যের মন্ত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদমাধ্যমের কাছে পুরুলিয়ার সাধু নিগ্রহের ঘটনায় সাধুদের উপরেই দোষ চাপিয়েছেন । তিনি দাবি করেন, সাধুদের একজন সম্পূর্ণ নগ্ন, বাকিরা স্বচ্ছ কাপড় পড়েছিল এবং তাদের ব্যবহার অন্যরকম ছিল ।।