ফুটে ছিল সূর্যমুখী, নরম ছিল টবের মাটি
কারা যেন নিয়ে গেল, দিঘির পাড়ে অন্ধকারে।
ফুলেল দেহ এলোমেলো
অন্ধকারে চাঁদ ডুবলো।
তারও কত স্বপ্ন ছিল
ছোট্ট ঘরে একটু সুখ,
একটা আকাশ, মুক্ত বাতাস
রঙিন স্বপ্নে ভরা বুক।
ভালোবাসবে, আদর করবে
একটু হোক না ঝগড়াঝাঁটি,
বুকের মধ্যে থাকবে পাতা
মিষ্টি মধুর শীতলপাটি।
স্বপ্নগুলো ভেঙে দিয়ে
ইচ্ছেকে খুন করলো যারা,
তারাই আবার স্বপ্ন দেখায়
নতুন আকাশ তারাভরা।
আনত মুখে সূর্যমুখী
স্বপ্ন ভাঙা দুচোখ জুড়ে,
নতুন আকাশ হাতছানি দেয়
ইচ্ছেগুলো হওয়ায় ওড়ে।
নতুন সূর্য আনবে আলো
স্বপ্নালু চোখ পথ চেয়ে,
মুখ ফেরালো ভোরের আকাশ
সে যে কেবল নষ্ট মেয়ে ।।