এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ মে : “ইয়াস” আসার আগেই ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানা এলাকার চারটি গ্রাম । টিকরখাজি, নসিপুর, গোপখাজি প্রভৃতি ওই গ্রামগুলির বেশকিছু ঘরবাড়ি ও দোকানপাট ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে । কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে । পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে ত্রানসামগ্রীর ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ কাটোয়া থানা এলাকার একাংশ দিয়ে হঠাৎ তীব্র ঝড় রয়ে যায় । মূলত চারটি গ্রামে তান্ডব চালায় স্বল্প সময়ের এই ঝড় । তারই মধ্যে মাটির বেশকিছু বাড়ির চাল, পাকা বাড়ির করগেট ও আ্যসবেসটসের ছাউনি উড়ে যায় । কয়েকটি দোকানপাটেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
এদিকে বুধবার সকাল থেকেই পূর্ব বর্ধমানের কাটোয়া, ভাতার, আউশগ্রাম প্রভৃতি এলাকার ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় । দুপুরের পর থেকেই শুরু হয় ভারি বৃষ্টিপাত । ফলে জলস্তর বেড়েছে কাটোয়ার ভাগীরথীর । তার জেরে ভাগীরথী তীরবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে বন্যার আশঙ্কার সৃষ্টি হয়েছে । এদিন কাটোয়ার বিধায়ক ভাগীরথীর তীরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে আসেন । তিনি এলাকার বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন ।