জানিস বোহিন বিয়ে করে আমি হয়লাম না সুখী।
কি বলি তোকে বিয়ে করে সত্যি আমি দুঃখী।
বিয়ের পরে প্রথম প্রথম করত কত আদর।
যতদিন যাচ্ছে বোহিন মিনসে কেমন হয়ে যাচ্ছে বাদর।
বিয়ে পরে জানিস বোহিন করত হাতে হাতে কাজ।
একবছর হতে না হতেই মিনসে হয়ে গেল ফাঁকিবাজ।
ছুটির দিনে যদি বলি চলো ঘুরে আসি পার্ক থেকে।
জানিস বোহিন তখনই মিনসে বসে যায় বেঁকে।
বিয়ের পরে কতই না নিয়ে যেতো রেস্তোরই ।
এখন বলে বাড়িতে খাবো নিয়ে আসি মুসুর আর কলাই
বিয়ের দিন সবার সামনে ওই দিয়েছিল গোলাপ।
আর একদিনও করলো না গোলাপ দিয়ে প্রেমালাপ।
প্রথম প্রথম সেজেগুজে থাকলেই বলতো তোমাকে
দেখতে লাগছে কত ভালো।
বলবো কি দুঃখের কথা এখন নাকি রুপে আমার
নাই আর আলো।
আগে যদি একবার বলতাম আহাঃ কি সুন্দর শাড়ি।
কোন কথা না বলেই কিনে আনতো তাড়াতাড়ি।
এখন যদি বলি চলো না কিনবো একটা ভালো শাড়ি।
রেগে গিয়ে বলে আনবো নাকি তরবারি।
রাগে যদি বলি থাকবো না তোমার সাথে ছাড়বো বাড়ি।
এক গাল হেসে মিনসে বলে দূর কোথায় যাবে
আমার এই রাগী বউটাই যে খুব দরকারি।।