এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৩ জানুয়ারী : আগামী ২২ জানুয়ারী ভারতীয় ইতিহাসে একটা ঐতিহাসিক দিন । কারন ওইদিন হতে চলেছে ভারতসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষের বহু প্রতিক্ষিত শ্রীরাম জন্মভূমি মন্দিরের শুভ উদ্বোধন । এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রায় ৭,০০০ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট । ওই তালিকায় বলিউডের একাধিক নাম রয়েছে । বলিউড অভিনেতাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, কঙ্গনা রানাবত, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট প্রমুখ । আমন্ত্রণ জানানো হয়েছে চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বনশালি, রাজকুমার হিরানি, রোহিত শেট্টিদের। বলিউড ছাড়াও দক্ষিণের অভিনেতা রজনীকান্ত, ধনুশ, ঋষভ শেট্টি, মোহনলাল,চিরঞ্জীবীদের মত সুপারস্টারদের আমন্ত্রণ জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ।
কিন্তু বলিউডের তিন খান অভিনেতা সালমান খান আমির খান এবং শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হয়নি । তাদের আমন্ত্রণ না জানানোর কারণ হিসেবে দাবি করা হচ্ছে যে ২০১৯ সালে সুপ্রিম কোর্ট যখন রাম মন্দিরের মামলার চুড়ান্ত রায় দেয় তখন বলিউডের কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার, তাপসী পন্নু, বিবেক ওবেরয়রা এই রায়ে নিজেদের খুশি প্রকাশ করেছিলেন ৷ কিন্তু বলিউডের অভিনেতা সালমান খান,শাহরুখ খান এবং আমির খান তাদের কোন প্রতিক্রিয়া জানাননি । আর এই কারণেই রাম মন্দির উদ্বোধনে বলিউডের তিন খানকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করা হচ্ছে ।
তিন খান অভিনেতা ছাড়াও আমন্ত্রণ পাননি এমন বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী,প্রিয়াঙ্কা গান্ধী,এন সি পি প্রধান শরদ পাওয়ার,শিবসেনার উদ্ধব ঠাকরে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সূক্ষু । পাশাপাশি আমন্ত্রণ পাননি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তরাষ্ট্রীয় সভাপতি প্রবীণ তোগড়িয়া, রাম মন্দির আন্দোলনে অংশ নেয়া বিনয় কাটিয়ার,সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব প্রমুখ ।
প্রসঙ্গত, শ্রীরাম জন্মভূমি মন্দির এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী । স্বভাবতই সর্ব প্রথম প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় । পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও । অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের ইতিমধ্যেই যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাড়া হলেন, রামায়ণ টিভি সিরিয়ালের ভগবান রামের ভূমিকায় অভিনয় করা অরুণ গোভিল এবং দেবী সীতার অভিনয় করা দীপিকা চিকলিয়াসহ কলাকুশলীদের আমন্ত্রণ জানানো হয়েছে । ক্রিয়া জগতের মধ্যে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিও আমন্ত্রিত হয়েছেন । কোটিপতি ব্যবসায়ী গৌতম আদানি, মুকেশ আম্বানিদের আমন্ত্রণ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ । এছাড়া ১৯৯২ সালে অযোদ্ধা রাম মন্দির আন্দোলনে অংশ নেওয়া নিহত ৫০ জন করসেবকের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তির তালিকায় রয়েছেন বিচারক, বিজ্ঞানী, কবি সাহিত্যিকরাও ।
ট্রাস্টের মহাসচিব চম্পথ রায় জানিয়েছেন ৫০ টি দেশের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর চেষ্টা চলছে ৷
বিশ্ব হিন্দু পরিষদের প্রবক্তা শরদ শর্মা জানিয়েছেন, আমন্ত্রিত ৭ হাজার মানুষের মধ্যে ৪০০০ দেশের ধার্মিক নেতা রয়েছেন । বাকি ৩০০০ আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা । তিনি আরও জানান, ভিভিআইপিদের দেওয়া বারকোড পাশের সাহায্যে তারা মন্দিরে ঢুকতে পারবেন ।।